E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মৎস্য খামারের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২

২০১৫ জুন ০৫ ১৮:০৯:৪৭
বাগেরহাটে মৎস্য খামারের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জামিরতলা গ্রামে বৃহস্পতিবার রাতে মৎস্য খামারের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৬ মহিলাসহ ১২জন আহত হয়েছে। আহত ৭ জনকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের জের ধরে রাতেই একটি বসত ঘর জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকেরা। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ইমাম বেপারী (২৮), রুম্মান তালুকদার (৩০), অহিদা বেগম (৪৫) ও হাফিজা আকতারকে (২৫) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর ৫জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মোড়েলগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে জামিরতলা গ্রামে ছরোয়ার মল্লিকের মৎস্য ঘের দখলে নিতে হামলা চালায় প্রতিপক্ষ একই গ্রামের লুৎফর তালুকদার। এ সময় দুই পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময়ে আহত হয় ১২জন । রাতেই আহতদের মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪জনের আবস্থা আংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মোড়েলগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা চলছে। প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও ওসি জানান।

(একে/এএস/জুন ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test