E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ১ কোটি ৫২ লাখ টাকার নকল সিগারেটসহ ৮ ব্যক্তি গ্রেফতার

২০১৫ জুন ০৫ ২০:৩৪:৪৫
ঈশ্বরদীতে ১ কোটি ৫২ লাখ টাকার নকল সিগারেটসহ ৮ ব্যক্তি গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :ব্রিটিশ টোব্যাকো কোম্পানীর বিভিন্ন নাম দিয়ে নকল কারখানায় সিগারেট তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থানা পুলিশ আট ব্যক্তিকে ১ কোটি ৫২ লাখ টাকা সমমুল্যের নকল সিগারেটসহ আটক করেছে।

এরা হলো- কুষ্টিয়া হাউজিং সি ব্লকের মৃত আব্দুল বারী খানের ছেলে রফিকুল ইসলাম লাবলু, কুষ্টিয়া মঙ্গলবারী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে সঞ্জয় খান, মিরপুর থানার তালবাড়িয়া এলাকার আবু বক্কারের ছেলে রকিবুল ইসলাম, ভেড়ামারার সাহেব নগর এলাকার মৃত আশরাফুলের ছেলে সোহেল, রংপুর সদর বাহার বাছনা এলাকার নাজির হোসেনের ছেলে শামিম, রংপুর কাউনিয়া ভগিড়ায় মাহেরী এলাকার আব্দুল কাদেরের ছেলে বরকত আলী, পাবনা সাধুপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে পিন্টু ও ঈশ্বরদী পূর্ব টেংরী এলাকার মৃত হাজি মুন্তাজের ছেলে আলম।

ঈশ্বরদী থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ব্রিটিশ টোব্যাকো কোম্পানীর বিভিন্ন ব্যান্ডের সিগারেট দিয়াড় বাঘইলস্থ ভাদুর গোডাউন ভাড়া নিয়ে স্টার, বেনসন, মিশন ওয়ান, গোল্ডলিফ, শকসহ ব্রিটিশ টোব্যাকোর ব্যান্ড নকল করে বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সিগারেট বানানোর ফিল্টার, রড, কাটিং তামাক, সিগারেট তৈরির মেশিনসহ আট ব্যক্তিকে আটক করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ জানান, আটককৃতদের বিরুদ্ধে ব্রিটিশ টোব্যাকো কোম্পানীর অফিসার আশরাফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

( এসকেকে/এসসি/জুন০৬,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test