E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গোপালগঞ্জে শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

২০১৫ জুন ০৬ ১৩:২৩:৩৫
গোপালগঞ্জে শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকলে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে শেষ করে। সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর কলেজের শিক্ষক ও কর্মচারীরা ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকার, বঙ্গবন্ধু কসরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিতেন্দ্র নাথ বালা, যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তাফা,কেন্দ্রী শিক্ষক সমিতির সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি দেন।
কর্মসূচীতে জেলা শহরের বঙ্গবন্ধু সরকারি কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ ও হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
প্রসঙ্গত, গত ২ জুন এইচএসসি উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র সুব্রত বিশ্বাস নামে এক পরীক্ষার্থী অসাদুপায় অবলম্বন করে। হলে দায়িত্বরত শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ মিয়া ওই ছাত্রের উত্তরপত্র কেড়ে নিয়ে হল থেকে বের করে দেন। এঘটনায় ক্ষুব্দ হয়ে ওই পরীক্ষার্থী আরো ৪/৫ জনকে সঙ্গে নিয়ে কলেজ গেটের সামনে ব্রীজের ওপর ওই শিক্ষককে মারপিট করে। এ ঘটনায় পুলিশ ওই পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে। বর্তমানে আহত শিক্ষক ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(এমএইচএম/পিবি/জুন ০৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test