E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে জাপার দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীতে সংঘর্ষের আশংকা

২০১৫ জুন ০৬ ১৪:৩৯:৫৬
বরিশালে জাপার দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচীতে সংঘর্ষের আশংকা

বরিশাল প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর পর আগামী ৮ জুন মহানগর জাতীয় পার্টির সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওইদিন একই সময়ে একইস্থানে তৃণমূল জাতীয় পার্টির কর্মী সম্মেলনের ঘোষণা দিয়েছেন পার্টির অপর এক গ্রুপের নেতাকর্মীরা। দুই পক্ষের দাবি তাদের কর্মসূচীতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। একইদিন ও সময়ে এবং একইস্থানে পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে তৃনমূল জাপার কর্মী সম্মেলন যেকোন মূল্যে সফল করা হবে। এতে কেউ বাঁধা দেয়ার চেস্টা করলে তা শক্তভাবে প্রতিহত করা হবে। কর্মী সম্মেলন পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এরশাদ কর্মী সম্মেলনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। একইস্থানে একই সময়ে মহানগর জাপার দ্বি-বার্ষিক সম্মেলন এবং ওই সম্মেলনে এরশাদ প্রধান অতিথি থাকা প্রসঙ্গে অধ্যক্ষ হাবুল বলেন, জাপার ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কতিপয় ব্যক্তির সম্মেলনে এরশাদ অংশগ্রহণ করবেন না। জেলা ও মহানগর জাপার সকল স্তরের নেতাকর্মীরা তৃনমুল কর্মী সমাবেশে অংশগ্রহণ করবেন। মহানগর জাপার সাবেক সভাপতি মীর জসিম উদ্দিনসহ জাপা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অপরদিকে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন ভাট্টি জানান, সোমবার সকাল দশটায় তারা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে যেকোনমূল্যে সম্মেলন করবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বলেন, সোমবার মহানগর জাপার সম্মেলনে পার্টির চেয়ারম্যানসহ ১২/১৩ জন কেন্দ্রীয় নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। তৃনমূল কর্মীদের সমাবেশের ব্যাপারে এখন পর্যন্ত তারা কিছুই জানেন না। এমনটা হলে নিশ্চিত দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা রয়েছে। বিষয়টি নিয়ে দলের চেয়ারম্যানের সাথে তারা (কেন্দ্রীয় নেতৃবৃন্দরা) দ্রুত আলোচনা করবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল। ওই কমিটি বিলুপ্ত করে ২০১৪ সালের ৫ জানুয়ারি জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি। সম্মেলন প্রস্তুতি কমিটিতে জেলা ও মহানগরে গত ১০ বছর ধরে নেতৃত্বে থাকা কোন নেতাকে রাখা হয়নি। ফলে সম্মেলন প্রস্তুতি কমিটির বিরুদ্ধে অতীতের ত্যাগী নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। যেকারনে দু’গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নেয়ায় সংঘর্ষের আশংকা রয়েছে। এরপূর্বেও সম্প্রতি সময়ে বরিশাল সার্কিট হাউজের একটি অনুষ্ঠানে পার্টির তৎকালীন মহাসচিব রুহুল আমিন হাওলাদারের উপস্থিতিতে বিবদমান মর্তুজা ও হাবুল গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।
(টিবি/পিবি/জুন ০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test