E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪০ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী মালতী

২০১৪ মে ১৮ ০৮:৫৭:৩১
৪০ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী মালতী

লালমনিরহাট প্রতিনিধি : অপহরণের দীর্ঘ ৪০ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি লালমনিরহাটের বিশবাড়ী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মালতী রানী (১৩)।

তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেহের আলী (২৮) নামে এক যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সেহের আলী আদিতমারী উপজেলার শালমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গত ৭ এপ্রিল অষ্টমী স্নান উৎসবে যাওয়ার পথে সদর উপজেলার দুড়াকুটি এলাকার হিন্দু পরিবারের স্কুলছাত্রী মালতি রানীকে জোড়পূর্বক অপহরণ করে একই এলাকার ইসমাইল ও তার সঙ্গীরা।

অপহৃত স্কুলছাত্রীর বাবা জগদীশ চন্দ্র রায় এ ঘটনায় সদর থানায় একটি মামলা করলে হুমকির মুখে পড়তে হয়েছে দরিদ্র এই হিন্দু পরিবারটি।

মেয়ে উদ্ধার না হওয়ায় ভেঙে পড়েছেন অপহৃতার মা-বাবা ও স্বজনরা। তারা আশঙ্কা করছেন, মেয়েটি অপহরণকারীরা কোথাও বিক্রি করে দিতে পারে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাহফুজার রহমান জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে সেহের আলীকে গ্রেফতার করা হয়েছে।

তবে মামলার প্রধান আসামি ইসমাইলসহ আরো দুইজন পলাতক আছেন। তাদের গ্রেফতার করতে পারলে অপহৃতাকে উদ্ধার করা সম্ভব হবে।

অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test