E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জমি ফেরতের দাবিতে গাইবান্ধায় ভূমিহীন আদিবাসিদের বিক্ষোভ মিছিল

২০১৫ জুন ০৬ ১৫:২৯:৫৭
জমি ফেরতের দাবিতে গাইবান্ধায় ভূমিহীন আদিবাসিদের বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি:গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ইক্ষু খামারের ১ হাজার  ৮শ’ ৪২.৩০ একর অধিগ্রহণকৃত জমি ফেরতের দাবিতে ভূমিহীন আদিবাসীরা গাইবান্ধায় বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও মানববন্ধনের কর্মসূচী পালন করে।

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে শনিবার জেলা শহরের স্টেশন রোডস্থ কাচারী বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে গাইবান্ধা প্রেসক্লাব এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার রামপুর, সাপমারা, মাদারপুর, নাবাংগাবাদ, চকরাহিমপুর মৌজার আদিবাসী, দলিত সম্প্রদায়ের প্রান্তিক কৃষকের প্রায় ১ হাজার সাড়ে ৮শ’ একর জমি তৎকালিন পাকিস্তান ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে সরকার কর্তৃক নাম মাত্র ক্ষতিপূরণ প্রদান করে ওই স¤পত্তি অধিগ্রহণ করে।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলে আখ সরবরাহে নিশ্চিত করার লক্ষে অধিগ্রহণকৃত জমি নিয়ে ওই এলাকায় সাহেবগঞ্জ বাগদা ইক্ষু ফার্ম প্রতিষ্ঠা করা হয়। অধিগ্রহণকালে ভূমির মালিকদের সাথে ১৯৬২ সালের ৭ জুলাই তারিখের চুক্তিপত্রের ৫নং শর্তে উল্লেখ করা হয় যে, উক্ত জমিতে চিনিকলের আখ চাষ করা সম্ভব না হলে তা যথারীতি ওই কৃষকদের ফেরত প্রদান করা হবে। কিন্তু বাগদা ফার্মে ইক্ষু চাষ করার কথা থাকলেও পরবর্তীকালে ইক্ষু চাষ না করে উল্লেখিত জমিতে চিনিকল কর্তৃপক্ষ বেআইনীভাবে লীজ প্রদান করে ধান, গম, ভুট্টা, তামাকসহ অন্যান্য ফসল আবাদ করছেন।

সুতরাং আইনানুযায়ি অধিগ্রহণকৃত জমি ভূমিহীন, দরিদ্র আদিবাসী ও দলিত প্রান্তিক কৃষকদের মধ্যে ফিরিয়ে দেয়ার দাবিতে গোবিন্দগঞ্জের ৫০ কি. মি. দুর থেকে গাইবান্ধা শহরে এসে আদিবাসি সম্প্রদায়ের শতাধিক অসহায় নারী-পুরুষ সংবাদ সম্মেলন ও মানববন্ধনের কর্মসূচী পালন করে। এসময় গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ফিলিমন বাস্কে, গৌড় চন্দ্র পাহাড়ী, বাবুল রবিদাস, চরণ সরেন, ইন্দ্র মোহন মুর্মু, জমিলা চিসকু, তানমনি মুর্মু, বুদিন হাসদা, শাকিল আকন্দ বুলবুল, প্রবীর চক্রবর্ত্তী, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল করিম লাছু, নাগরিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অ্যাড. জিএস আলমগীর প্রমুখ।

(আরআই/এসসি/জুন ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test