E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু !

২০১৫ জুন ০৭ ১৪:০৫:০৩
বড়াইগ্রামে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু !

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ভুল চিকিৎসায় ঝুমা খাতুন (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করা হয়েছে। রবিাবার সকালে উপজেলার রাজাপুর ছায়পথ ক্লিনিকে একটি ইনজেকশন পুশ করার পর  ঝুমার মৃত্যু হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও নিহতরে পরিবার জানায়, নাটোর সদর উপজেলার হালসা গ্রামের আবুল হোসেনের গর্ভবতী স্ত্রী ঝুমা খাতুনকে সন্তান জন্ম দেওয়ার জন্য তার বাবার বাড়ি বড়াইগ্রাম উপজেলার দৌলতপুর গ্রামে পাঠানো হয়। শনিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হলে ঝুমাকে বড়াই গ্রাম উপজেলার রাজাপুর বাজারের ছায়াপথ ক্লিনিকে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসকের পরামর্শে ঝুমাকে একটি ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন পুশ করার পর ঝুমা কয়েকটি ঝাকুনি দিয়ে নিথর হয়ে যায়। পরে মৃত ঝুমাকে সিএনজি চালিত অটোরিক্সায় উঠিয়ে দিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ পাবনায় নিয়ে যেতে বলে। কিন্তু ঝুমার পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা ঝুমার মারা যাওয়ার কথা জানায়। এসময় এলাকাবাসী চিকিৎসকের বিচার দাবি করে ক্লিনিক ঘোরাও করলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
(এমআর/পিবি/জুন ০৭,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test