E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে চিকিৎসকের উপর হামলায় বিচারের দাবিতে মানববন্ধন

২০১৫ জুন ০৭ ১৬:৫২:৫৯
বরিশালে চিকিৎসকের উপর হামলায় বিচারের দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে ভাংচুরসহ  মেডিকেল অফিসারকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার অন্যতম আসামী শামীম গাজীকে শনিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিভিল সার্জন এটিএম মিজানুর রহমান।

সন্ত্রাসীদের বিচারের দাবিতে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেছে হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর এক্সরে করাকে কেন্দ্র করে শনিবার বিকেলে হাসপাতালে ডা. বখতিয়ার আল মামুনকে ছাত্রলীগ কর্মীরা তার কক্ষে ঢুকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এঘটনায় ডা. বখতিয়ার আল মামুন বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন, যার নং-৫(৬.৬.১৫)। ওই মামলার অন্যতম আসামী শিহিপাশা গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগ কর্মী শামীম গাজীকে শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনোরঞ্জন মিস্ত্রী গ্রেফতার করে।
কর্তবরত চিকিৎসকের উপর হামলায় বিচারের দাবিতে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেছে হাসপাতালের কর্মরত চিকিৎকেরা।

এদিকে চিকিৎকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে তাদের বিচারের দাবিতে রবিবার দুপুরে হাসপাতালের সামনে আগৈলঝাড়া-বরিশাল মহাসড়কে মানববন্ধন করেছে কর্মরত চিকিৎক, নার্স ও কর্মচারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়াসহ আবাসিক মেডিকেল অফিসাররা। এসময় চিকিৎসকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন অষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিরা। মানববন্ধন শেষে গ্রেফতারকৃত শামীম গাজীর ভাই পলাশ গাজীর নেতৃত্বে এসিআই কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মজিবর রহমান ও র‌্যাংগস কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মাহাবুবুর রহমানকে মানববন্ধনে অংশ গ্রহন করার অপরাধে মারধর করে আহত করে।
রবিবার বিকেলে বরিশাল সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই মামলা করা হয়েছে। তাই প্রত্যেক অপর দিকে আইনের আওতায় আনার পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে হাসপাতালে ডাক্তারের উপর হামলার সংবাদ প্রকাশ করার কারণে প্রকাশ্যে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগাল করে ছাত্রলীগ কর্মী ও জান্নাত প্যাথলজিতে কর্মরত রাসেল শিকদার। কর্তব্য পালনের সময় সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগাল করার ঘটনা পুলিশ ও সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমানকে অবহিত করা হয়েছে। ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের গালাগাল করার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।
(টিবি/পিবি/জুন ০৭,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test