E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে মেধাবী ছাত্রীর রহস্যজনক মৃত্যু

২০১৫ জুন ০৭ ২১:২১:০৮
টঙ্গীতে মেধাবী ছাত্রীর রহস্যজনক মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে জেসমিন আক্তার (১৭) নামে এক মেধাবী ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার সকালে আরিচপুর এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি বিছানায় বসা অবস্থায় গলায় উড়না দিয়ে ফ্যানের সাথে ঝোলানো ছিল।

জেসমিন এবার এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করেছিল। সে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ভানুরহলদি বাড়ি গ্রামের দবিরুল ইসলামের মেয়ে। মা সালেহা বেগম মেয়েকে নিয়ে আরিচপুরে ১১৯ নম্বর বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে চাকুরি করতেন।

পুলিশ ও মহল্লাবাসী জানায়, মা-মেয়ে গত ২ জুন ৪ তলা ওই বাড়ির নীচ তলায় উঠেন। সকালে মা সালেহা বেগম মেয়েকে রেখে কর্মস্থলে চলে যান। সকাল ৯টার দিকে জেসমিনের বড় বোনের ৭ বছর বয়সী মেয়ে এসে ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পায়। দরজা খুলে ঘরে ঢুকে খালা জেসমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে ঘটনা বাড়ির মালিককে জানায়। পরে বাড়ির মালিক ইউনুস আলী টঙ্গী থানায় খবর দিলে পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে গাজীপুর মর্গে পাঠায়।

বাড়ির মালিক জানায়, লাশটির হাটু পর্যন্ত বিছানায় লাগানো এবং গলায় উড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলছিল। জিজ্ঞাসাবাদে জেসমিনের মা পুলিশকে জানিয়েছে, তার মেয়ে ঢাকার বিমানবন্দরে কর্মরত এক ব্যক্তিকে গোপনে বিয়ে করেছে। বিষয়টি তিনি কয়েক দিন আগে জানতে পারেন। তার মেয়ে আত্মহত্যা করেছেন নাকি হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে তা তার জানা নেই।

বাসার অন্য ভাড়াটেরা জানায়, শনিবার রাতে মেয়েটির স্বামী পরিচয়ে এক ব্যাক্তি বাসায় আসে। তখন মা সালেহা বেগম বাসায় ছিলেন না। ওই ব্যক্তি কখন গেছেন, তারা জানে না।

টঙ্গী থানার এসআই জোবায়ের মৃধা জানান, জেসমিনের সাথে ইমন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কোন কারণে জেসমিন আত্মহত্যা করে থাকতে পারে। ইমনের তার সাথে বিয়ে হয়েছিল কিনা তার প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরো জানান, যেহেতু ঘরের দরজা বাইরে থেকে লাগানো ছিল, তাই বিষয়টি রহস্যজনক। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও ময়না তদন্তের রির্পোট পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

(এসএএস/পিএস/জুন ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test