E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদী পৌর শ্মশান বাস্তবায়ন কমিটির সভা

২০১৫ জুন ০৮ ১৬:৫৯:৪৪
ঈশ্বরদী পৌর শ্মশান বাস্তবায়ন কমিটির সভা

ঈশ্বরদী প্রতিনিধি : সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর সকল এলাকার হিন্দু সম্প্রদায়ের উপস্থিতিতে পৌর শ্মশান বাস্তবায়ন কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি বিশ্ব নাথ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুনিল চক্রবর্তী। সভার শুরুতে বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা আবুল কালাম আজাদ মিন্টুকে ঈশ্বরদীতে শ্মাশান প্রতিষ্ঠার রূপকার হিসেবে আখ্যায়িত করে ফুলেল শুভেচ্ছা জানান। বাবু সন্তোষ সরকারের শ্রী শ্রী গীতা পাঠের পর সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু সাধারণ সভার রিপোর্টে পৌর শ্মশান নির্মাণের সকল কার্যক্রম তাঁর বক্তব্যে উপস্থাপন করেন। এসময় তিনি এলাকার মাননীয় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ও তাঁর সহধর্মিনী কামরুন্নাহার শরীফের শ্মশান প্রতিষ্ঠায় অনন্য অবদানের কথা তুলে ধরে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বপন কুন্ডু আরো বলেন, শ্মশান প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেগুলো আবুল কালাম আজাদ মিন্টুর দৃঢ় পদক্ষেপে অতিক্রম করা সম্ভব হয়েছে। তিনি বলেন, শ্মশান ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘ দিনের সমস্যা। এই সমস্যার সমাধানে শুধু ঈশ্বরদীর সকল হিন্দু সম্প্রদায়ই নয় অন্য সম্প্রদায়ের ভাইয়েরাও এই সমস্যার নিরসনে আন্তরিক থাকার কারণে আজ পৌর শ্মশান ও শ্মশান কালী মন্দির প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। শ্মশান প্রতিষ্ঠার যাবতীয় আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাধব চন্দ্র পাল।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ মিন্টু বলেন, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় বাস টার্মিনালের পিছনে শ্মশান নির্মাণের কাজ শুরু করি। নির্মাণ কাজে অনেক ব্যয় করার পরও ষড়যন্ত্র করে সেই কাজ বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, আমার নেতা মাননীয় মন্ত্রী মহোদয়ের আন্তরিকতার কারণে আজ ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়ের প্রাণের দাবি শ্মশান নির্মাণ করা সম্ভব হয়েছে। এই শ্মশানের আরো অনেক কাজ এখনও বাকী রয়েছে। একটি আধুনিক শ্মশানে রূপান্তরিত করার জন্য সকল কাজ করা হবে বলে তিনি ঘোষণা দেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক হাসানুজ্জামান, এম এ বাতেন, ঘাতক-দালাল নির্মূল কমিটির ইমরুল কায়েস দারা, হিন্দু ,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক বিমল চক্রবর্তি, পিয়ারাখালি এলাকার মহেষ বাবু, ফতেহ মোহাম্মদপুর এলাকার শুশিল সরকার, অরোণকোলা এলাকার দিলীপ কুমার, রবিদাস সম্প্রদায়ের রঞ্জু রবিদাস, হরিজন সম্প্রদায়ের নেতা রাজ কুমার মন্ডল প্রমুখ।
সাধারণ সভায় পৌর শ্মশান বাস্তবায়ন কমিটি বিলুপ্ত করে ঈশ্বরদী পৌর শ্মশান কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আবুল কালাম আজাদ মিন্টুকে প্রধান উপদেষ্টা এবং অধ্যাপক উদয় নাথ লাহিড়ী ও ইসহাক আলী মালিথাকে উপদেষ্টা নির্বাচিত করা হয়। সভায় সর্বসম্মতিতে বাস্তবায়ন কমিটির সভাপতি বিশ্ব নাথ পাল ও সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডুসহ ১৫ সদস্য কমিটিকে পুননির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ঠ ঈশ্বরদী পৌর শ্মশান কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
(এসকে/পিবি/জুন ০৮,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test