E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়া

২০১৫ জুন ০৮ ১৮:৪৩:৫৪
বাগেরহাটে বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে ডায়রিয়া

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রচন্ড তাপদাহ ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। প্রতিদিন জেলার প্রত্যন্ত এলাকা থেকে পানি বাহিত রোগে আত্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হচ্ছে রোগিরা।

প্রচন্ড তাপদাহে গত ১৫ দিনে বাগেরহাট সদর হাসপাতালে চার শয্যার ওয়ার্ডে জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩ শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শয্যা সংকুলান না হওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মেঝেতে এমনকি হাসপাতালের অন্য ওয়ার্ডে চিকিৎসা নিতে দেখা গেছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে এই চিত্র দেখা গেছে। এদিকে ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগ সর্তক রয়েছে। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় বাগেরহাটের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ৭৮টি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাট সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রানী বলেন প্রতিদিন ২০ থেকে ২৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগি ভর্তি হয়। বর্তমানে ডায়রিয়া রোগীর চাপ বেশি। অনেক রোগি কলেরায় রুপ নেয়। তাদের প্রচুর পরিমানে স্যালাইন পুশ করতে হয়। তার পরও রোগিদের সুস্থ করার চেষ্টা করছি। হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনেরা বলেন, খাবার পানির অভাব ও প্রচন্ড গরমে বাচ্চার প্রথমে পেটে ব্যাথা ও বমি হয়ে পাতলা পায়খানা হয়। তারপর হাসপাতালে নিয়ে আসি। এভাবে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগিরা হাসপাতালে ভর্তি হচ্ছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মাঈন উদ্দিন মোল্লা বলেন, প্রচন্ড গরম ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আগের চেয়ে রোগির সংখ্যা বাড়ছে। বাগেরহাট সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগিদেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে ডায়রিয়া ওয়ার্ডে বেড কম থাকায় অনেক সময় হিমশিম খেতে হয়।

বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডা: এ এফএম রফিকুল হাসান দুপুরে বলেন, তুলনামুলক ভাবে এবছর প্রচন্ড দাপদাহ ও দক্ষিনাঞ্চলে পানিতে লবনাক্ততাসহ বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির যেরকম অভাব ও তেমনি বেড়েছে তাপদাহ। এপরিস্থিতি মোকাবেলায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগ প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে মোট ৭৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

(একে/এএস/জুন ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test