E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে জনসচেতনতা বিষয়ক সভা

২০১৫ জুন ০৯ ১৫:০০:৪৮
লক্ষ্মীপুরে জনসচেতনতা বিষয়ক সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পারিবারিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও বেসরকারি প্রতিষ্ঠান উইটি নেট সার্চ এর সহযোগিতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ মো: জাকির হোসেন, মো: আনোয়ার হোসেন, আবুল বাশার, বেসরকারি প্রতিষ্ঠান (উইটি নেট সার্চ) এর প্রতিনিধি মো: ইসমাইল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পরিবার সমাজের একটি কেন্দ্র বিন্দু। সুষম বিকাশ হলে পরিবার তথা সমাজ সুষম উন্নয়নে এর প্রভাব পড়ে। মানুষের জীবন শুরু হয় একটি বিন্দু বা জীবন্ত কোষ থেকে। এই শিশু পৃথিবীর আলো বাতাস ও খাদ্য গ্রহন করে এবং ক্রমবিকাশের মাধ্যমে পূর্নতা লাভ করে। অর্থাৎ কৈশোর ও যৌবন লাভ করে পরিবার তথা সমাজে বসবাস করে।

একটি দেশের স্বাস্থ্য উন্নয়ন নির্ভর করে প্রতিটি পরিবারের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের উপর। তাই দেশের প্রতিটি পরিবারের সদস্যগণ স্বাস্থ্য সচেতন হলে অনাকাঙ্খিত স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করা সম্ভব। পরিবারের সকলে স্বাস্থ্য বিধি পালন করে জীবন যাপনে অভ্যস্ত হলে রোধব্যাধির প্রকোপ কমে আসবে।

অপুষ্টিজনিত সমস্যা প্রশমিত হবে, শিশু ও মাতৃ মৃত্যু হ্রাস পাবে এবং সার্বিক স্বাস্থ্যের মান উন্নত হবে। তাই স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে সকলের এগিয়ে আসার আহবান জানানো হয়।
(এমআরএস/পিবি/জুন ০৯,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test