E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে বৃদ্ধাশ্রম উদ্বোধন

২০১৫ জুন ০৯ ১৫:৪০:১৯
গোপালগঞ্জে বৃদ্ধাশ্রম উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা শহরের গোহাটা এলাকায় একটি বৃদ্ধাশ্রমের উদ্বোধন করা হয়েছে। এখানে বর্তমানে ১৪ জন বৃদ্ধ থাকার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তিতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
 মঙ্গলবার দুপুরে ফিতা কেটে এ আশ্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান।

গ্রীণ পীচ ওল্ড রিহাইবিলিটেশন সেন্টার নামের এ বৃদ্ধাশ্রমটি নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছে।
এ উপলক্ষে জেলা শহরের গো-হাটা কালীবাড়ী চত্ত্বরে আয়োজক সংগঠনের চেয়ারম্যান সাব্বীর আহম্মাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ পৌরসভা মেয়র মোঃ রেজাউল হক সিকদার (রাজু), মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ বি সাইফ (বি মোল্লা), সংগঠনের ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সংগঠনের নির্বাহী পরিচালক হারিজা আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেন।
বক্তরা এ উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেছেন, আমরা আশা করবো কোন সন্তান যেন বৃদ্ধ বয়সে তার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে না পাঠান। তবে, যে সকল বৃদ্ধের কোন সন্তান নেই তারা যেন এ আশ্রমটিতে আশ্রয় পান।
(এমএইচএম/পিবি/জুন ০৯,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test