E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহৃত শিশু ঈমন উদ্ধার, আটক ২

২০১৫ জুন ০৯ ১৬:৩৯:২৩
অপহৃত শিশু ঈমন উদ্ধার, আটক ২

শরীয়তপুর প্রতিনিধি : মুক্তিপণ আদায়ের জন্য ৪ দিন আগে ঢাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশ। শিশু অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া বায়তুল নাজাত তাসফিদ কোরআন মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র ঈমন রাঢ়ি (১০) ঢাকার সদরঘাট থেকে অপহৃত হয় । সে বরিশাল মেহেন্দিগঞ্জের কবির হোসেন রাঢ়ির পুত্র। অপহরণকারীরা তাকে নিয়ে আসে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। একটি ভাড়া বাড়িতে রেখে মুক্তিপনের দাবিতে ঈমনের উপর নির্যাতন চালাতে থাকে অপহরণকারীরা। ঈমনের কান্নকাটি শুনে আসেপাশের লোকজনের সন্দেহ হলে তারা মঙ্গলবার সকালে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঈমনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় নড়িয়া থানা পুলিশ অপহরণকারী সাগর গাজী ও তার স্ত্রী নাছিমা বেগমকে আটক করে । অপহরণকারী সাগর গাজী ও তার স্ত্রীর বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানাধিন চড়ভাগা ইউনিয়নের শনিকান্দি গ্রামে।

জানা গেছে, শুক্রবার ঈমন বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে লঞ্চে চড়ে ঢাকায় আসে। সে শনিবার ভোরে লঞ্চ থেকে নেমে কোনাবাড়ি তার মাদ্রসায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এমন সময় সাগর গাজী ও তার স্ত্রী নাসিমা ঈমনকে মাদ্রাসায় পৌছে দেওয়ার কথা বলে তাকে কাছে টেনে নেয়। এরপর ঈমনকে তারা অজ্ঞান করে বাসে উঠিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কুলকাঠি গ্রামের হাকিম মিয়ার ভাড়া বাড়িতে নিয়ে আসে। গত ২ সপ্তাহ আগে অপহরণকারী দম্পতি ওই বাড়িতে স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া থাকতে শুরু করে। ভাড়া বাড়িতে রেখে ঈমনের মা বাবার কাছে ২লক্ষ টাকা মুক্তিপণ দাবি করতে থাকে অপহরণকারীরা। এরপর ছেলেকে ফেরত পেতে দরিদ্র মামা বাবা বিকাশের মাধ্যমে সোমবার ২৫ হাজার টাকা পরিশোধও করে। বাকি টাকা দিতে না পারায় ঈমনের উপর অমানসিক নির্যাতনের এক পর্যায়ে এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ও তার স্ত্রী নাসিমা ঈমনকে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করার কথা স্বীকার করে ইতিমধ্যে ঈমনের বাবার কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপনের ২৫ হাজার টাকা গ্রহন করেছে বলে স্বীকার করেছে। তারা দীর্ঘ দিন থেকে শিশু অপহরণসহ বিভিন্ন অপরাধের সাথে জরিত রয়েছে বলেও জানা গেছে।

নড়িয়া থানার অফিসার ইন চার্জ মো. ইকরাম আলী মিয়া বলেন, একটি শিশুকে অপহরণ করে ঢাকা থেকে নিয়ে নির্যাতন করার কথা জানতে পেরে শিশুটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। অপহরণকারীদেরও আটক করা হয়েছে। শিশুটির অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা পৌছলে তাদের মতামতের ভিত্তিতে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test