E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে একই ডালে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা

২০১৫ জুন ০৯ ২০:২২:৩৩
গাজীপুরে একই ডালে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি : দুই সন্তানের জননী লায়লা আক্তারের (৩০) স্বামী জসিম উদ্দিন প্রধান সৌদি প্রবাসী। এ সুযোগে লায়লার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বয়সে তার চেয়ে ৬ বছরের ছোট আলমগীর হোসেনের (২৪) সাথে। অবিবাহিত আলমগীর পেশায় রিকসা চালক।

সম্প্রতি তারা প্রেমের টানে ঘরও ছাড়ে। তাদের এ অসম প্রেম মেনে নেয়নি লায়লার পরিবার।

মঙ্গলবার ওই প্রেমিক যুগলের লাশ বাড়ির কাছের আম গাছের একই ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনা ঘটেছে গাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালীয়া গ্রামে। দুপুরে কালীগঞ্জ থানার পুলিশ লাশ ২টি উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা তারা গলায় উড়না পেঁচিয়ে একই সাথে একই গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে।

কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক জানান, জাঙ্গালীয়া গ্রামের জসিম প্রধান দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। সাংসারিক কাজে যাতায়তের পথে একই গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে রিক্সাচালক আলমগীরের সাথে জসিমের স্ত্রী লায়লা আক্তারের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৭ দিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় লায়লার শ্বশুর গিয়াস উদ্দিন প্রধান বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্রে পুলিশ দুই পরিবারের সাথে কথা বলেন। পরিবারের পক্ষ থেকে লায়লা ও আলমগীরকে বিষয়টি নিয়ে চাপ দেয়। ৩ দিন আগে তারা নিজ নিজ বাড়ি ফিরে আসেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে লায়লার স্বামীর বাড়ির কোয়ার্টার কিলোমিটার দূরের বিশাল আকারের আম গাছের একটি ডালে তাদের দু'জনের লাশ গলায় উড়না পেচাঁনো অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে।

ওই এসআই আরো জানান, লক্ষণ দেখে মনে হচ্ছে তারা সোমবার রাতে কোন সময় আত্মহত্যা করেছেন। আত্মহত্যার স্থানটি খুবই নির্জন। এ কারণে ঘটনা জানাজানি হতে দেরী হয়েছে।

লায়লা একই উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মানগাঁও গ্রামের আব্দুল লতিফে মেয়ে। জসিম ও লায়লার সংসারে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ১১ বছরের ও ৪র্থ শ্রেণীতে অধ্যয়নরত ৯ বছরের ২টি পুত্র সন্তান রয়েছে।

অপর দিকে দরিদ্র আলমগীরের বাবা মোনতাজ উদ্দিনও রিক্সাচালক। তার এক মেয়ে দুই ছেলের মধ্যে আলমগীর ছিল দ্বিতীয়।

মোনতাজ উদ্দিন জানান, পালিয়ে যাওয়ার পর ৩দিন আগে আলমগীর বাড়ি ফিরে আসলেও গত দুই রাত বাড়িতে ছিলনা। লায়লার শ্বশুর বাড়ির লোকজনের হুমকির কারণে সে ভয়ে বাড়ি থাকত না। সকালে লোকজনের কাছে ছেলের আত্মহত্যার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান।

কালীগঞ্জ থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(এসএএস/পিএস/জুন ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test