E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর থেকে ছিনতাই হওয়া ৯ টন সুতা নরসিংদীতে উদ্ধার, গ্রেপ্তার ৭

২০১৫ জুন ০৯ ২০:৩০:৫০
গাজীপুর থেকে ছিনতাই হওয়া ৯ টন সুতা নরসিংদীতে উদ্ধার, গ্রেপ্তার ৭

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ থেকে ছিনতাই হওয়া ৯ টন সুতা নরসিংদীর শিবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২টি কাভার্ডভ্যানে ওই ৯ টন সুতা টঙ্গী থেকে শিবপুর যাওয়ার পথে গত ৪ জুন কালীগঞ্জের শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন রাস্তা থেকে ছিনতাই হয়।

পুলিশ জানায়, মাধবদী বাজারের হক ট্রেডার্সের মালিক টঙ্গীর নিশাদ নগরের সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের কাছ থেকে সুতাগুলো কিনে ২টি কভারভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন।
কাভার্ডভ্যান ২টি কালীগঞ্জ পৌর এলাকার ময়েজউদ্দিন সেতুর কাছে পৌঁছালে নম্বরবিহীন ১টি সাদা প্রাইভেটকার এসে গতিরোধ করে।

প্রাইভেটকারের যাত্রী শিবপুরের চরবুদ্ধি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো. শাহাদাৎ হোসেন (২৭) ও একই নরসিংদী সদরের কামারগাঁও গ্রামের আনোয়ারের ছেলে মশিউরসহ (৩৫) অজ্ঞাত আরো ৩/৪ জন সুতাসহ কভার্ডভ্যান ২টি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন কাভার্ডভ্যান চালক মানিক মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

জিডির সূত্র ধরে তদন্ত করে পুলিশ জানতে পারে কাভার্ডভ্যানের চালক মানিক মিয়া ছিনতাইয়ের সাথে জড়িত। প্রথমে তাকে আটক করে হয় পরে তাকে নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে নরসিংদীর মাধবদী গরুর হাট ও একই এলাকার পুটিয়া এলাকার ডিএন কারখানা থেকে ছিনতাই হওয়া সুতা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় জড়িত ৭ জনকে।

আটককৃতরা হলেন, নরসিংদী সদরের শীলমান্দি গ্রামের আবুল মিয়ার ছেলে কাভার্ডভ্যান চালক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাগুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক (২৬), হেলপার একই জেলার শিবপুরের সৈয়দনগর গ্রামের অসিম উদ্দিনের ছেলে লোকমান (১৮), কামারগাঁও গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে মাইনুদ্দিন (৫২), পুটিয়া গ্রামের সুরেন্দ্র দেবনাথের ছেলে যোগেষ চন্দ্র দেবনাথ (৪০) ও হরিদাস দেবনাথ (৩৫), সৈয়দনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আসাদ মিয়া (৩২) এবং নরসিংদী সদরের শীলমান্দি গ্রামের আবুল মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মমিন (৩৫)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় হক ট্রের্ডাসের ম্যানেজার সঞ্জয় দেবনাথ বাদী হয়ে মঙ্গলবার সকালে ছিনতাই মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এসএএস/পিএস/জুন ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test