E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জাতীয় পরিবেশ পদক-২০১৫ পেলেন এ্যাড. মনজিল মোরসেদ

২০১৫ জুন ১০ ১৩:৪৯:৫৫
জাতীয় পরিবেশ পদক-২০১৫ পেলেন এ্যাড. মনজিল মোরসেদ

ঝালকাঠি প্রতিনিধি : হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট, মানবাধিকার ও পরিবেশবাদী আইনজীবী এবং সর্বাধিক জনস্বার্থ মামলার কৌশুলি এডভোকেট মনজিল মোরসেদ জাতীয় পরিবেশ পদক ২০১৫ এর জন্য মনোনীত হয়েছেন।  পরিবেশ পদক সংক্রান্ত জাতীয় কমিটি মঙ্গলবার  এ পদক ঘোষণা করেন । পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য বিভিন্ন ধাপে যাচাই বাচাই শেষে পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে এ পদক প্রদান করা হয়। উচ্চ আদালতে রেগুলার প্রাকটিশনার হিসেবে কোন আইনজীবীর এ ধরণের পদক প্রপ্তি এটাই প্রথম।

পরিবেশ পদক প্রাপ্ত এডভোকেট মনজিল মোরসেদ ঝালকাঠির বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী মিয়ার সন্তান। তিনি ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলকান্দা গ্রামে জন্মগ্রহন করেন । ১৯৮৮ সালে আইন পেশা শুরু করেন এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি সর্বাধিক জনস্বার্থ মামলার আইনজীবী এবং ২২৫ এর অধিক জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষনে অনন্য ভুমিকা রেখেছেন। পরিবেশ রক্ষায় জনস্বার্থে চার নদী যথা বুড়িগংগা, শীতলক্ষা, বালু ও তুরাগ নদী রক্ষায় রীট মামলা করে সর্ব্বোচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই জিতে দখল মুক্ত করেছেন নদীগুলি। বরিশালের কীর্তনখোলা নদী, জেল খাল ও পুটিয়া খাল অবৈধ দখলদারদের নিকট হতে উদ্ধার, বানরিপাড়ার সন্ধ্যা নদী, রাজশাহী শহরের পুকুর রক্ষা, চট্রগ্রামের অতি পুরাতন মুন্সি পুকুর, বরিশালের ঝাউতলা পুকুর রক্ষায় তিনি হাইকোর্টে রীট মামলা করেন এবং এ সকল নদী, খাল, পুকুর দখল ও ভরাট আদালতের নির্দেশের মাধ্যমে বন্ধ করেন। এ্যাড. মনজিল মোরসেদ পরিবেশ পদকের জন্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস সিকদার, হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার যুগ্ন আহবায়ক এ্যাড. শামীম আলম বাবু, সদস্য সচিব এ্যাড. তরিকুল ইসলাম সিকদার প্রমুখ।
(এএম/পিবি/জুন ১০,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test