E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ,পরীক্ষা বর্জন

২০১৫ জুন ১০ ১৭:১০:১৭
উজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ,পরীক্ষা বর্জন

বরিশাল প্রতিনিধি : স্কুল ম্যানেজিং কমিটির প্রভাবশালী এক সদস্যর বখাটে পুত্র ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালানোর ঘটনায় বুধবার সকালে পরীক্ষা বর্জন করেছে শত শত স্কুল শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধরা বিক্ষোভ মিছিল করে অভিযুক্তদের গ্রেফতারসহ স্কুলের প্রধান শিক্ষক ও বখাটের পিতা ম্যানেজিং কমিটির সদস্যর অপসারণের দাবিতে স্কুলের প্রতিটি ক্লাশ রুমে তালা ঝুঁলিয়ে দিয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের।

জানা গেছে, ওই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী মরিয়ম খানম নিশাত (১৪) মঙ্গলবার বিকালে বিজ্ঞান পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে স্কুল ম্যানেজিং কমিটির প্রভাবশালী সদস্য আব্দুল বারেক ফকিরের বখাটে পুত্র রানা তার সহযোগী বেল্লাল হোসেন ও আরিফকে নিয়ে ওই ছাত্রীর পথরোধ করে। একপর্যায়ে বখাটেরা জোরপূর্বক ওই ছাত্রীকে মতি চোকদারের চায়ের দোকানের পাশের পান বরজে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্কুল ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা যুগীহাটি গ্রামের আবুল হোসেন বালী বাদি হয়ে তিনজনকে আসামি করে ওইদিন রাতে থানায় মামলা দায়ের করেন। সূত্রে আরো জানা গেছে, মামলা উত্তোলণসহ পুরো ঘটনাটি ধামাচাঁপা দেয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল স্কুল ছাত্রী ও তার পিতাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।
অপরদিকে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদে বুধবার সকালে স্কুলের শত শত শিক্ষার্থীরা স্কুলের চলমান পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা (শিক্ষার্থীরা) অভিযুক্তদের গ্রেফতারসহ স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ও প্রভাবশালী ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারেক ফকিরের অপসারনের দাবিতে স্কুলের প্রতিটি ক্লাশরুম ও কলাবসিবল গেটে তালা ঝুঁলিয়ে দেয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার এস.আই শামীম শেখ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রধান শিক্ষকের নিরবতার কারনে বখাটে রানা ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে একের পর এক ছাত্রীকে যৌণ হয়রানীসহ স্কুলের মধ্যে বসেই বিভিন্ন নেশাদ্রব্য সেবন করে আসছে। সেক্ষেত্রে প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। স্থানীয় হারুন হাওলাদার, ইসমাইল হোসেনসহ একাধিক অভিভাবকেরা জানান, যেস্কুলে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই, সেই স্কুল তালাবদ্ধ থাকাই ভালো। প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটে রানা স্কুল ম্যানেজিং কমিটির এক প্রভাবশালী সদস্যর পুত্র হওয়ায় বাধ্য হয়েই তাকে নিরবতা পালন করতে হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান কবির বলেন, বিষয়টি নিয়ে বুধবার বিকেলে ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি সভার আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
(টিবি/পিবি/জুন ১০,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test