E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেন্দিগঞ্জের সমাজ সেবা অফিসের কার্যক্রম পিয়ন দিয়ে চলছে

২০১৫ জুন ১০ ১৭:১৫:৩৬
মেহেন্দিগঞ্জের সমাজ সেবা অফিসের কার্যক্রম পিয়ন দিয়ে চলছে

বরিশাল প্রতিনিধি : জেলার একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের সমাজ সেবা অফিসারের অনুপস্থিতির কারণে একমাত্র পিয়ন দিয়েই চলছে সমাজ সেবা অফিসের সকল কার্যক্রম। ফলে অফিসের সকল কার্যক্রম ব্যহৃত হওয়ার পাশাপাশি জনসাধারণের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। বিষয়টি দেখার যেন কেউ নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারীসহ ৯টি ইউনিয়ন সমাজ কর্মীর পদ দীর্ঘদিন থেকে শূণ্য রয়েছে। সমাজ সেবা অফিসার থাকলেও মাসে তিনি তিনদিনও অফিস করেন না। ফলে এ অফিসে সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সেবা কার্যক্রম দারুনভাবে ব্যহত হচ্ছে। সূত্রে আরও জানা গেছে, অফিস সহকারী আতিকুর রহমান গত ২৫ মে অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর ওই পদটি শূণ্য হয়। বর্তমান সমাজ সেবা অফিসার আবদুর রশিদ জেলা সদরে থাকার কারনে অফিসের কর্মরত একমাত্র পিয়নকে দিয়েই নামেমাত্র চলে অফিসের কর্মকান্ড।
উপজেলা নির্বাহী অফিসার মো. তাজিম-উর- রহমান বলেন, বিষয়টি তার জানা ছিলোনা। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সমাজ সেবা অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মনোজ কুমার ঘরামীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অফিস সহকারী নিয়োগসহ কর্মকর্তার অনুপস্থিতর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/পিবি/জুন ১০,২০১৫)


পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test