Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মেঘনায় ট্রলারডুবি, ৮ জনের লাশ উদ্ধার

২০১৫ জুন ১১ ১৪:১১:০৫
মেঘনায় ট্রলারডুবি, ৮ জনের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : জেলার মনপুরায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নারী ও  শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি ট্রলার কলাতলী থেকে মনপুরায় আসছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এতে থাকা প্রায় অর্ধশতাধিক যাত্রীর মধ্যে কয়েকজন সাঁতরে তীরে ওঠে। এ সময় পাঁচ শিশু ও তিন নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও নিখোঁজ থাকতে পারে। উদ্ধারে অভিযান চলছে।

(ওএস/এএস/জুন ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test