E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেওয়ারিশ হিসেবেই দাফন হলো সেই শ্রমিক

২০১৫ জুন ১১ ১৮:৫৯:২১
বেওয়ারিশ হিসেবেই দাফন হলো সেই শ্রমিক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) বাস ভবনের পরিত্যাক্ত গার্ড রুম ভাঙ্গার সময় মঙ্গলবার দুর্ঘটনায় নিহত শ্রমিকের (২৫) পরিচয় উদ্ধার হয়নি। পরিচয় না পাওয়ায় এবং দাবিদার না থাকায় হত্যভাগ্য ওই শ্রমিকের লাশটি গত দুইদিন ধরে গাজীপুর মর্গের লাশ ঘরে পড়ে ছিল। পচেঁ নষ্ট হয়ে যাওয়ায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশটি গাজীপুর সিটি কর্পোরেশন কবরস্থানে দাফন করে।

জানা গেছে, গাজীপুর গণপূর্ত বিভাগ কোন প্রকার টেন্ডার ছাড়াই একজন আস্থা ভাজন একজন ঠিকাদারকে দিয়ে পরিত্যাক্ত ওই গার্ড রুম ভাঙ্গার কাজ করাচ্ছিল। ঠিকাদার আরিফুল হক কাজ করানোর জন্যে তিনজন অনভিজ্ঞ শ্রমিককে লাগায়। দুর্ঘটনার পর এক শ্রমিক নিহত হলে অপর দুইজন পালিয়ে যায়। ভবন ভাঙ্গার কাজে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। যেসব শ্রমিক দিয়ে গার্ডরুম ভাঙ্গানো হচ্ছিল তাদের পূর্ব কোন অভিজ্ঞতা ছিলনা। তাদের নাম ঠিকানাও ছিলনা ঠিকাদারের কাছে।

গাজীপুর গণপূর্ত বিভাগের জয়দেবপুর ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী স্বপন চাকমা জানান, অর্থ বছরের শেষ সময়ে কাজটি করানো হচ্ছিল। যেহেতু কাজটি খুবই ছোট, সে কারনে দরপত্র আহবান ছাড়াই ওই ঠিকাদারকে গার্ডরুম ভাঙ্গার দায়িত্ব দেওয়া হয়। দুইদিন কাজ করানোর পর তৃতীয় দিন দুর্ঘটনা ঘটে। অন্য শ্রমিকরা নিষেধ করা সত্বেও ওই শ্রমিক গার্ডরুমের উপরে উঠে ছাদ ভাঙ্গার সময় দুর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়। এটি নিছক একটি দুর্ঘটনা। এজন্যে কারো কোন দায় দায়িত্বও নেই বলে জানান তিনি।

উল্লেখ্য গত মঙ্গলবার গাজীপুরের ডিসির বাস ভবনের পরিত্যাক্ত গার্ড রুম ভাঙ্গার সময় ছাদ ধ্বসে অজ্ঞাত ওই শ্রমিকের (২৫) মৃত্যু হয়।

(এসএএস/এএস/জুন ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test