E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ভারি বর্ষণে মহাসড়কে জলাবদ্ধতা, যানজট

২০১৫ জুন ১১ ২০:৪৭:২২
গাজীপুরে ভারি বর্ষণে মহাসড়কে জলাবদ্ধতা, যানজট

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৃহস্পতিবার ভোরের টানা ভারি বর্ষণে নগরীর টঙ্গী, ভোগড়া বাইপাস, সাইনবোর্ড, বড়বাড়ি, কুনিয়া, বাসন ও এর আশেপাশের বহু এলাকায় বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়।

নীচু এলাকা উপচে পানি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওইসব স্থানে উঠে পড়ায় কোথাও কোথাও প্রায় হাটু পরিমাণ পানি জমে যায়। এতে মহাসড়কে যানবাহন চলাচল মারাত্মক বিঘ্নিত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পরিবহন যাত্রীরা।

জেলা, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের চেষ্টায় দুপুরের পর পরিস্থিত স্বাভাবিক হয়। জলাবদ্ধতার কারনে সকালে কর্মস্থলে যেতে বের হয়ে চরম বিপাকে পড়েন পোশাক শ্রমিকরা।

সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, নগরীর ভোগড়া, বোর্ডবাজার ও টঙ্গীর বেশ কয়েকটি স্থান প্রায় হাঁটু পানিতে তলিয়ে গেছে। এসব স্থানে পানির কারণে যানবাহন স্বাভাবিক ভাবে চলতে না পারায় তীব্র যানজট লেগে রয়েছে। পোশাক শ্রমিকরা হাঁটু পানি মাড়িয়ে ভিজে কর্মস্থালে যাচ্ছে।

বাসন এলাকার বাসিন্দা কলেজ শিক্ষক মো. আবুল হোসেন জানান, ভারি বৃষ্টিতে ভোগড়া, বাসন, আধেপাশা, আউটপাড়া এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ির ঘরে পানি উঠে জিনিসপত্র নষ্ট হয়েছে। মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। মহল্লা গড়িয়ে পানি মহাসড়কে উঠায় জলাবদ্ধতা এবং যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরো জানান, এলাকায় কারখানা এবং বসত বাড়ির ব্যবহার্য পানি ও বর্জ্য অপসারণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই এসব এলাকা প্রায়ই জলাবদ্ধ থাকে। সামান্য বৃষ্টি হলেই বাড়ি-ঘরে পানি উঠে। কয়েক বছর ধরে এ অবস্থা চলে আসলেও সমস্যা সমাধান হচ্ছে না।

গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মিজানুর রহমান জানান, প্রবল বৃষ্টিতে মহাসড়কে পানি জমায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পেরে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান জানান, একই সমস্যার কারণে প্রতিবছর বর্ষায় মহাসড়কে এ সমস্যা হচ্ছে। এতে মহাসড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। পানি অপসারণের বিষয়ে গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়রের সহায়তা চাওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন জানান, এলাকার জলাবদ্ধতা নিরসনে কয়েকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে জলাবদ্ধতা থাকবে না।

(এসএএস/পিএস/জুন ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test