E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শর্ত জুড়ে দেয়ার ভাতা প্রতাখ্যান বরিশালে মুক্তিযোদ্ধা সমাবেশ

২০১৫ জুন ১২ ১৭:৪২:৫১
শর্ত জুড়ে দেয়ার ভাতা প্রতাখ্যান বরিশালে মুক্তিযোদ্ধা সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):ভাতার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের শর্ত জুড়ে বিভাজন না করার দাবিতে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা শর্ত প্রত্যাখান করে বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজনের সৃষ্টি না করে সকল মুক্তিযোদ্ধার সম্মানীভাতা ১০ হাজার টাকা এবং ঈদ ও পূজার বোনাস দেয়ার দাবি করেন। এজন্য বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আধুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মো. কুতুব উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। বিশেষ অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের মহাসচিব মোকলেচুর রহমান, আনিচুর রহমান, আব্দুল হক-বীর বিক্রম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুনসুর সিপাহী, আকবর মোল্লা, বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার আব্দুল হালিম, চাঁদশী ইউনিয়ন কমান্ডার মাষ্টার মো. শাহ আলম, খাঞ্জাপুর ইউনিয়ন কমান্ডার জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মাহিলাড়া ইউনিয়ন কমান্ডার হাফিজুর রহমান, নলচিড়া ইউনিয়ন কমান্ডার খন্দকার মো. ইউনুস, বাটাজোর ইউনিয়ন কমান্ডার আ. কাদের হাওলাদার, সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার খোকন প্যাদা, আবুল কাশেম কাল্টু, সোহরাব হোসেন খান, শাহজাহান হাওলাদার প্রমুখ।



(টিবি/এসসি/জুন১২,২০১৫)



পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test