E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে প্লাষ্টিক সার্জারী বিষয়ক মতবিনিময় সভা

২০১৫ জুন ১৩ ১৪:১৪:৪৬
শরীয়তপুরে প্লাষ্টিক সার্জারী বিষয়ক মতবিনিময় সভা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে বার্ন ও প্লাষ্টিক সার্জারী বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের সার্বিক ব্যবস্তাপনায় জেলা প্রশাসক রাম চন্দ্র দাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিট সমূহের জাতীয় সমন্বয়কারী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক প্রফেসর ডা. সামন্ত লাল সেন। এ সময় শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলার ৬ উপজেলার সকল ইউএনও, সকল হাসপাতালের আবাসিক কর্মকর্তা, মেডিকেল অফিসার, নার্স, টেকনিশিয়ান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ ২ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

মতবিনিময় ও সেমিনারে অগ্নিদগ্ধ হওয়া রুগীদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়। সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমায় আহত ও দগ্ধদের চিকিৎসা ও এর নিরাময় বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এছারাও বৈদ্যুতি ও গৃহকর্মসহ যে কোন কারণে দগ্ধ হওয়া বিষয়ের উপর গুরুত্বপূর্ন আলোচনা করে স্থানীয় চিকিৎসকদের এ সম্পর্কে সতর্ক থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়।


(কেএনআই/পিবি/জুন ১৩,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test