E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে দু’টি ফেরীর মুখোমুখি সংঘর্ষ

২০১৫ জুন ১৩ ১৭:১০:৩৩
কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে দু’টি ফেরীর মুখোমুখি সংঘর্ষ

শরীয়তপুর প্রতিনিধি : শুক্রবার গভীর রাতে পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে দু’টি ফেরির মুখোমুখি সংঘর্ষে  প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছে। এ সময় ফেরিতে থাকা  বেশ কিছু গাড়ি ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ফেরির ভিতরে খাবার রুম ও ভিআইপি রুমে থাকা আসবাবপত্র ভেঙ্গেচুড়ে লন্ডভন্ড হয়ে যায়।  আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফেরি কতৃপক্ষ বলছে স্রোতের কারণে ঘেষা লেগে সামান্য ক্ষতি হয়েছে। কোন লোকজন হতাহত হয়নি।

ফেরিতে থাকা যাত্রীদের সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টায় শরীয়তপুর জেলার যাত্রীবাহি বিভিন্ন যানবাহন নিয়ে শিবচরের কাঠালবাড়ি ফেরিঘাট থেকে ফেরি করবী শিমুলিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে যায়। অপর দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে রাত সোয়া ৯ টায় বীরশ্রেষ্ট রুহুল আমিন নামের রো রো ফেরিটি ছেড়ে আাসে। মাঝ পদ্মায় আসার পর প্রবল স্রোতের কারণে দু’টি ফেরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাজিরা পালের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মুন্সি, তার গাড়ির ড্রাইভার আবুল হাসেম, তার প্রাইভেট কারে থাকা ভাতিজা বরকত মাদবর, অপর সঙ্গী জুয়েল বেপারী, পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ঢাকার বিশিস্ট ব্যবসায়ী ছাবেদুর রহমান খোকা সিকদারসহ দুটি ফেরিতে প্রায় শতাধিক যাত্রি আহত হয়েছে। এ ঘটনায় উভয় ফেরিতে থাকা বেশ কিছু গাড়ি ধাক্কা লেগে গাড়ির পিছনের দিক ও সামনের দিক বাকা হয়ে যায়। এ ঘটনায় করবী ফেরির ভিতরে খাবার রুম ও ভিআইপি রুমে থাকা আসবাবপত্র ভেঙ্গেচুড়ে লন্ডভন্ড হয়ে যায়। ফেরিতে থাকা নারী পুরুষ যাত্রীরা আতংকে চিৎকার করতে থাকে। এ ঘটনায় আহতদের কে ঢাকা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন করর্পোরেশন মাওয়া ঘাটের ভারপ্রাপ্ত এজিএম মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, প্রবল স্রোতের কারণে দুটি ফেরি ঘেষা লেগে সামান্য ক্ষতি হয়েছে । লোকজন তেমন আহত হয়নি। ঘটনার পর থেকে দু’টি ফেরিই রুটে চলাচল করছে।

করবী ফেরিতে থাকা যাত্রী পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মুন্সি বলেন, ফেরিতে আসার সময় রাত অনুমান সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টায় দুটি ফেরি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আমি দাড়ানো থেকে পড়ে গিয়ে আমার কোমড়ে ও পাজরে মারাত্নক ব্যাথা পাই এবং আমার তিনটি দাঁত জিহবা কেটে ঢুকে যায়। ফেরিতে থাকা গাড়ি বাকা হয়ে যায়। আমি এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য কতৃপক্ষের নিকট দাবি জানাই।

ফেরিতে থাকা যাত্রী পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার বলেন, আমরা রাতে কাঠালবাড়ি থেকে করবী নামের ফেরিতে ঢাকা আসছিলাম । পদ্মা নদীর মাঝখানে আসার পর বিপরীত দিক থেকে আসা ফেরি রুহুল আমিন নামের প্রকান্ড এক রো রো ফেরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি ফেরিতে শতাধিক লোকজন আহত হয়। মনে হচ্ছিল আমাদের ফেরীটি এখনই বুঝি গভীর পদ্মায় ডুবে যাচ্ছে। আমরা শত শত লোক আতংকে আল্লাহকে ডাকতে থাকি।

(কেএনআই/পিবি/জুন ১৩,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test