E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ২ সপ্তাহেও অপহৃত যুবক উদ্ধার হয়নি

২০১৫ জুন ১৪ ১৪:০৩:০৩
বরিশালে ২ সপ্তাহেও অপহৃত যুবক উদ্ধার হয়নি

বরিশাল প্রতিনিধি : মুক্তিপনের দাবিতে অপহরণের ১৩দিন পরেও উদ্ধার হয়নি জেলার গৌরনদী পৌর এলাকার আশোকাঠী মহল্লার বাসিন্দা পলাশ সরদার (২৩)। অপহৃত পুত্রকে উদ্ধারের জন্য শনিবার বিকালে র‌্যাব-৮ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছেন পলাশের মা আনোয়ারা বেগম।

পলাশের বাবা ইদ্রিস আলী সরদার জানান, তার ছেলে পলাশ দীর্ঘদিন থেকে ঢাকায় বসবাস করে কাজকর্ম করতো। ৩১ মে রাতে পরিবহনযোগে সে (পলাশ) বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। ১ জুন ভোর ৫টার দিকে পলাশ মোবাইল ফোনে তাদের জানায়, কিছু সময়ের মধ্যে পরিবহন থেকে সে আশোকাঠী বাসষ্ট্যান্ডে নামবে। এরপর থেকে পলাশের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ইদ্রিস আলী আরও জানায়, ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি পলাশের মোবাইল ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ওই নম্বরটি বন্ধ থাকায় তারা হতাশাগ্রস্থ হয়ে পরেরদিন (২ জুন) গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেন। ঘটনার ১৪দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসন এখনও অপহৃত যুবক পলাশ সরদারকে উদ্ধার করতে না পারায় তার (পলাশের) স্বজনদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
(টিবি/পিবি/জুন ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test