E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

২০১৫ জুন ১৪ ১৭:৫২:৩৪
বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়েছে। রবিবার ভোরে চিতলমারী উপজেলার কাননচক বাকেরকান্দি নতুন বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে । এতে নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

এলাকাবাসি ও ক্ষতিগ্রস্তরা জানায়, রোববার ভোরে উপজেলার কাননচক বাকেরকান্দি নতুন বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আগুনে আরীফ খানের ভাই ভাই গার্মেন্ট ও টেইলার্স, চিকিৎসক সফিকুল ইসলামের ডাক্তারি চেম্বার ও একটি সমবায় সমিতির অফিস এবং আলীম শিকদারের মুদি মালের গোডাউন পুড়ে ভষ্মীভূত হয়। এঘটনায় নগদ টাকা ও জরুরী কাগজপত্রসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপজেলা ভাইস চেয়ারম্যন মো. রাশেদ শেখসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটসাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

(একে/এএস/জুন ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test