E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে ভিশন-২০২১ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

২০১৫ জুন ১৪ ২১:৩৬:২৯
শিবচরে ভিশন-২০২১ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি : বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সাফল্য বিষয়ে জনগণকে অবহিতকরণ ও তাদেরকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস, মাদারীপুরের উদ্যোগে শিবচরে এক বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

রবিবার শিবচর উপজেলা পরিষদ থেকে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। র‌্যালিতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী এবং উন্নয়ন কর্মীগণ অংশগ্রহণ করেন।

এরপর সকাল ১০টায় শিবচর উপজেলা পরিষদ মিলনায়তনে বর্তমান সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন : ২০২১ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ ইকবাল হুসাইন।

বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপংকর বর, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার ধীরেন্দ্র নাথ সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শিবচর উপজেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমবায় অফিসার জহিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বিএম দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বহু বছরের ছিটমহল সমস্যার সমাধান করেছে, সমুদ্রসীমা নির্দিষ্ট করেছে, সকল ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রসার ঘটিয়েছে, শিক্ষা ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস পদ্ধতির ব্যবহারেরও বিস্তৃতি ঘটাচ্ছে সরকার।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হুসাইন শিবচর উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সরকার জনগনের দ্বারপ্রান্তে সেবা পৌছে দিচ্ছেন। বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, শিক্ষা ভাতা প্রবর্তন করেছে, ছিটমহল সমস্যার সমাধান করেছে। এছাড়া শিবচরে প্রায় ৩০০ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ভবন পাকা করা হয়েছে। ভূ-উপগ্রহ প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেলা তথ্য অফিসার দীপংকর বর তার বক্তব্যে সরকারের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের সফলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে সফলতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ ও সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন।

আলোচনা সভার পরে সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ, সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

(একেএমএনএইচ/পিএস/জুন ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test