E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় যৌতুকের দাবি করায় স্বামীর সংসার ত্যাগ

২০১৫ জুন ১৫ ১৪:২৬:৩০
আগৈলঝাড়ায় যৌতুকের দাবি করায় স্বামীর সংসার ত্যাগ

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি ও এর ধারাবাহিকতায়  নির্যাতনের কারণে স্বামীর সংসার ত্যাগ করলেন স্ত্রী মাহবুবা ইসলাম।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে মাহবুবা ইসলামের সাথে গত নয় মাস পূর্বে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া গ্রামের মৃত মুসলেমউদ্দিন মোল্লার ছেলে রফিকুল ইসলাম পলাশের সাথে সামাজিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই মাহাবুবার শ্বাশুরী মমতাজ বেগম প্রায়ই যৌতুকের জন্য ঝগড়া করতেন। এ কারণে স্বামী রফিকুল স্ত্রী মাহবুবাকে নিয়ে ঢাকা চলে যায়। কিন্তু শাশুরী মমতাজ বেগম কৌশলে ছেলে ও ছেলে বউকে ঢাকা থেকে বাড়ি নিয়ে আনেন। মাহবুবা শ্বশুর বাড়ি আসার পর থেকেই শ্বাশুরী মমতাজ ও মাহবুবার স্বামী রফিকুল যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। মাহবুবা যৌতুক দিতে অস্বীকৃতি জানালে স্বামীর বাড়ির লোকজনের সাথে বাকবিতন্ডা হয় এবং মাহবুবা তার বাবার বাড়ি চলে যায়। এক পর্যায়ে গত ৭ মে মাহবুবা মাদারীপুর লিগ্যাল এইডের আগৈলঝাড়াস্থ কার্যালয়ে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ করেন। লিগ্যাল এইডের ম্যানেজার নাজমা আক্তার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় রবিবার বিকেলে এক সালিশ বৈঠকের মাধ্যমে উভয় পরিবারের সম্মতিতে দেনমোহর ও খোরপোষের ধার্যকৃত ৮২ হাজার টাকা মাহবুবা ইসলামকে নগদ প্রদান করে বিবাহ বিচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাকাল ইউপি কাজী মোঃ মনিরুজ্জামান, ছেলের আত্নীয় আফসার বখতিয়ার, ইলিয়াস বখতিয়ার, মেয়ের বাবা জাহাঙ্গীর হোসেন ও স্থানীয় জেসমিন আক্তার কাকলী।
(টিবি/পিবি/জুন ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test