E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে মায়ের হাতে ছেলে খুন

২০১৫ জুন ১৫ ১৪:৩২:৩৬
শরীয়তপুরে মায়ের হাতে ছেলে খুন

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের নলতা গ্রামের মৃত সিরাজ মাদরের স্ত্রী সালেহা বেগম তার মাদকাসক্ত ছেলে জাকির হোসেন মাদবর (২৫) কে কুপিয়ে হত্যা করেছে ।  রবিবার ভোর ৫টার দিকে মা সালেহা বেগম ঘুমিয়ে থাকা অবস্থায় জাকিরকে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে।

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে খুন করার পর ঘরে লাশ রেখে বাইরে থেকে তালা দিয়ে সারাদিন স্বাভাবিকভাবে সংসারের কাজ করে সালেহা। বাড়ির অন্য কেউ টেরই পায়নি এ হত্যা কান্ডের কথা। পরে রবিবার রাত ৯ টার দিকে সালেহা বিষয়টি খুলে বলে তার এক দেবরের কাছে। এরপর সংবাদ পেযে রবিবার গভীর রাতে নড়িয়া থানা পুলিশ জাকিরের লাশ ও তার হত্যাকারী মাকে আটক করে নড়িযা থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করত। মাদকের টাকার জন্য মাকে নানাভাবে চাপ প্রয়োগ করত। সর্বশেষ ঘটনার আগেরে দিন নিহত জাকির মোটরসাইলে কিনে দেয়ার জন্য ২লক্ষ ৫০ হাজার টাকা মায়ের কাছে দাবি করে। দাবিকৃত টাকা না দিলে মাকে পরের দিন খুন করে ফেলবে বলে সে হুমকি দেয়। বিধবা সালেহা নেশাগ্রস্ত ছেলের অত্যাচার সইতে না পেরে তার আদরের সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
সালেহা বেগম বলেন, আমি বিধবা। আমার ছেলে জাকির নেশা করতে করতে আমাদের সহায় সম্পদ সব কিছু শেষ করে পেলেছে। ওর নেশার টাকা জোগার করতে না পারলেই পরিবারের সবাইকে নির্যাতন করতো। গত পরশু দিন আমার কাছে মোটর সাইকেল কেনার জন্য ২ লাখ টাকা চেয়ে চাপ দেয়। অণ্যথায় আমাকে খুন করারও হুমকি দেয়। ওর অত্যাচার সইতে না পেরে নিজ হাতে ওকে কুপিয়ে মেরেছি।

নড়িয়া থানার ওসি মো. ইকরাম আলী মিয়া বলেন, জাকির দীর্ঘ ৫-৭ বছর আগে থেকেই মাদকাসক্ত ছিল। মাদক সেবনের অপরাধে পরিবারের লোকেরা তাকে কয়েকবার পুলিশের কাছে সোপর্দ করেছিল। সে জেল হাজতও খেটেছে। সর্বশেষ তাকে মায়ের হাতে জীবন দিতে হলো। জাকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জাকিরের বড় বোন মুক্তা বেগম বাদী হয়ে তার মায়ের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
(কেএনআই/পিবি/জুন ১৫,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test