E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

২০১৫ জুন ১৫ ১৪:৩৭:৫২
তাড়াশে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন এমপি বলেছেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার বেশকিছু উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়েছে। সরকারের গৃহিত প্রতিবন্ধিতাবান্ধব বেশ কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করণের জন্য একীভূত শিক্ষা প্রকল্প, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু,প্রতিবন্ধিতা বিষয়ক ভাতার পরিমাণ বৃদ্ধিকরণসহ প্রতিবন্ধিতাবান্ধব নানাবিধ ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। সোমবার তাড়াশ সদরে পরিবর্তন কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। 

তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করণ ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা পরিবর্তন কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যাক্ষ মীর হোসনে আরা মিলন ডেইজি, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোক্তার হোসেন, তাড়াশ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক হোসনেয়ারা নাসরিন দৌল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ম.ম. জর্জিয়াস মিলন রুবেল, ইত্তেফাক চলনবিল সংবাদদাতা মোঃ রুহুল আমিন, সাংবাদিক সনাতন দাশ, তাড়াশ রিপোর্টাস ইউনিটি’র সভাপতি এম মামুন হুসাইন, সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন পরিবর্তন সংস্থার পরিচালক আবদুর রাজ্জাক রাজু, সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম এবং প্রশিক্ষক মোছাঃ রোকসানা খাতুন প্রমূখ।
ইউরোপীয়ান ইউনিয়ন, লাইট ফর দি ওয়ার্ল্ড এবং দি নেদারল্যান্ডসের অনুদানে সিডিডি’র সহায়তায় স্ক্যান্ড প্রকল্পের আওতায় পরিবর্তন সংস্থা কর্তৃক আয়োজিত সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে দেশীগ্রাম এবং মাধাইনগর ইউনিয়নের বিভিন্ন ধরনের ১২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১ টি ট্রাইসাইকেল, ৩ টি হুইল চেয়ার, ১টি স্পেশাল চেয়ার, ২টি কর্ণার চেয়ার, ১টি স্ট্যান্ডিং টেবিল, ২টি স্ট্যান্ডিং ফ্রেম, ১টি ওয়াকার এবং ১জোড়া ক্রাচ বিনামূল্যে বিতরণ করা হয়।
(এমএইচ/পিবি/জুন ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test