E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশ উপজেলায় সংরক্ষিত মহিলা আসনে ৩ প্রার্থী নির্বাচিত

২০১৫ জুন ১৫ ২০:৩৮:৫৩
তাড়াশ উপজেলায় সংরক্ষিত মহিলা আসনে ৩ প্রার্থী নির্বাচিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশ উপজেলা পরিষদ সংরক্ষিত আসনে মহিলা প্রতিনিধি নির্বাচনে ৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়নকে ৩ ভাগে বিভক্ত করে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩টি সংরক্ষিত পদের জন্য ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সোমবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয় এবং তা বিরতিহীনভাবে ২টার মধ্যে শেষ হয়। এ সময়ের মধ্যে সকল ভোটারের ভোট প্রদান শেষ হয়। রিটার্নিং অফিসার সকল প্রার্থীদের মতামতের ভিত্তিতে ভোট গণনা শুরু করেন।

তালম, দেশীগ্রাম ও মাধাইনগর ইউনিয়ন নিয়ে ১নং আসন। এ আসন থেকে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দেশীগ্রাম ইউনিয়নের মোছাঃ বিলকিস খাতুন মোরগ প্রতিকে ১১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনিকা রানী পেয়েছেন ৮ ভোট।

বারুহাস, সগুনা ও মাগুড়া ইউনিয়ন নিয়ে ২নং আসন। এ আসন থেকে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সগুনা ইউনিয়নের শিউলী খাতুন চাঁদ প্রতিকে ৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জবেদা খাতুন পেয়েছেন ৮ ভোট।

তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন নিয়ে ৩নং আসন। এ আসন থেকে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নওগাঁ ইউনিয়ন থেকে মোছাঃ মমতাজ মহল মোরগ প্রতিকে ১৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুফিয়া সুলতানা পেয়েছেন ৬ ভোট। নির্বাচনে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা ভোট প্রদান করেন। মোট ২৪ জন ভোটার ভোট প্রদান করেন।

(এমএমএইচ/পিএস/জুন ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test