E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার,আটক ১

২০১৫ জুন ১৬ ১২:০৮:০৭
রায়পুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার,আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের তিন দির পর অপহৃত স্কুলছাত্রী সামিয়া আক্তার (১৫) উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এলকাছপুর গ্রামের করিম পাটোয়ারী বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে জালাল আহাম্মদ সবুজ (৩২) নামের একজনকে গ্রেফতার করেন পুলিশ।

সবুজ একলাছপুর গ্রামের করিম পাটোয়ারী বাড়ীর আব্দুল মাবুদ পায়োয়ারীর ছেলে। অপহৃত সামিয়া রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের আবদুল মান্নানের মেয়ে ও একই এলাকার আরএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও সংশ্লিষ্ঠরা জানায়, গত ১৩ জুন স্কুলছাত্রী সামিয়াকে স্কুল যাওয়ার পথে জোরপূর্বক অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ফরিদগঞ্জ উপজেলার জালাল আহাম্মদ সবুজসহ তার ৩-৪ জন সহযোগীরা। সারাদিন খোঁজা খুজি করেও মেয়েকে না পেয়ে সামিয়ার বাবা আব্দুল মান্নান বাদী হয়ে জালাল আহাম্মদ সবুজের নাম উল্লেখসহ আরও ৩-৫ জনকে অজ্ঞাত নামায় আসামি করে রায়পুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফদিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় রায়পুর থানা পুলিশ অভিযান চালিয়ে সামিয়াকে ওই এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে জালাল আহাম্মদ সবুজ গ্রেফতার করা হয়েছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদল্লাহ-আল-মামুন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফদিরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার। এসময় অপহৃত স্কুলছাত্রী বাবার দায়ের করা মামলার এজাহারনামীয় ১নং আসামী অপহরণকারী জালাল আহাম্মদ সবুজকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
(এমআরএস/পিবি/জুন ১৬,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test