E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিঘলিয়ায় ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

২০১৫ জুন ১৬ ১৪:০২:৪৫
দিঘলিয়ায় ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৮ নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ ইমতিয়াজ আহমম্মাদ মাসুমের অনিয়ম, দুর্নীতি, ও স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ওই ইউনিয়নের মহিলা সদস্যসহ ৮ জন সদস্য সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার সকালে লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তার ব্রীজওয়ে রেঁস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী। তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালে ইমতিয়াজ আহমম্মাদ মাসুম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের দরিদ্র ও অসচ্ছল মানুষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল ১০ কেজির পরিবর্তে ৭ কেজি করে দিয়ে আসছেন। স্বজনপ্রীতির মাধ্যমে নিজের শাশুড়ী হিনা বেগমকে বয়স্ক ভাতার কার্ড এবং নিজের বোন স্বামী পরিত্যাক্তা রিছিনা বেগমকে কৌশলে প্রতিবন্ধি কার্ড প্রদান করেছেন। এছাড়া দিঘলিয়া গ্রামের ছনিয়া বেগম(ভিজিডি কার্ড নং৪৩)সহ অন্যান্যদের ভুয়া নাম দেখিয়ে চাল আত্নসাত করেছেন।
২০১১-১২ অর্থ বছরে টি আর প্রকল্পের আওতায় দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল নির্মাণে দেড় মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। যা দিয়ে অদ্যাবধি বিদ্যালয়ের দেয়াল নির্মাণ করা হয়নি। এ ছাড়া ও ২০১৩-১৪ অর্থ বছরের এলজিএসপি, টিআর, কাবিখা ও এডিপির বরাদ্দকৃত অন্ততঃ ১০ টি প্রকল্প এর কাজ চেয়ারম্যান ইউপি মেম্বরদের বাদ দিয়ে তার নিজের কাছের লোককে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধান বানিয়ে প্রকল্প বাস্তবায়ন না করেই সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। ইউনিয়ন পরিষদের বিদুৎ লাইন থেকে চোরা লাইন নিয়ে নিজের বাড়ি ও প্রতিষ্ঠানে ব্যবহারের অভিযোগ আছে চেয়ারম্যানের বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদের বর্তমান বকেয়া বিদুৎ বিল প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। যার সিংগভাগই চেয়ারম্যানের ব্যবহারের ফলে হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ছানোয়ার মৃধা,মনি মিয়া শেখ,সেলিম শেখ, অমল কৃঞ্চ ঘোষ, মহিলা সদস্য অরন্যা বিশ্বাস, আবেজান বেগম আনোয়ার খান ও লোহাগড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মাসুদ পারভেজ প্রমুখ।
(আরএম/পিবি/জুন ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test