E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় দুর্যোগ মোকাবিলায় সিপিপি সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

২০১৪ মে ১৮ ১৮:২১:০৫
বরগুনায় দুর্যোগ মোকাবিলায় সিপিপি সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

বরগুনা প্রতিনিধি : উপকূলে শুরু হয়েছে দুর্যোগ মৌসুম। এখনো পর্যন্ত বড় কোনো দুর্যোগ হানা না দিলেও যে কোনো সময় আঘাত হানতে পারে ঝড় ঝঞ্জা এবং জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। তাই সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপকূলের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবী সদস্য।

রবিববার সকালে বরগুনা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৬২০ জন স্বেচ্ছাসেবীর মাঝে বিতরণ করা হয়েছে নিরাপত্তা সরঞ্জাম। দুর্যোগপূর্ব ও পরবর্তী সময়ে পূর্বসংকেত প্রচার এবং উদ্ধার কাজে ব্যক্তিগত নিরাপত্তার জন্য এসব সদস্যের প্রত্যেককে একটি করে হেলমেট, রেইনকোর্ট, লাইফ জ্যাকেট এবং গামবুটসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিপিপি প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. হাসানুল আমিন, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা প্রেসক্লাব সভাপতি আব্দুল আলীম হিমু, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি-বরগুনার উপ-পরিচালক কিশোর কুমার সরদার, সিপিপির বরগুনা সদর উপজেলা টীম লিডার জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ সহ সিপিপির তৃণমূল নেতৃবৃন্দ।
(এমএইচ/এএস/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test