E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দরিদ্র শিশুর পরিবারকে পানির ট্যাঙ্কি প্রদান

২০১৫ জুন ১৬ ১৮:৫৫:১৮
বাগেরহাটে দরিদ্র শিশুর পরিবারকে পানির ট্যাঙ্কি প্রদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় দরিদ্র শিশু পরিবারের মাঝে বৃষ্টির পানির সংগ্রহের জন্য ট্যাঙ্কি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা সংগঠন ওয়ার্ল্ড ভিশনের আর্থিক সহযোগিতায় এরিয়া ডেভলমেন্ট প্রোগ্রামের  আওতায় এই পানির ট্যাঙ্কি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মজিবর রহমান।

বাগেরহাটের কচুয়া উপজেলার এডিপির ম্যানেজার প্রকাশ চাম্বু গংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির হোসেন হাওলাদার, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আমজাদ হোসেন, বাধাল ইউপি চেয়ারম্যান খান আঃ কাদের, ওয়ার্ল্ড ভিশন কচুয়া এডিপির ফ্রান্সিস মন্ডল, জনপলডি রোজারিও, বিপ্লব সরকার, কালী শংকর সাহা রায় প্রমুখ।

বাগেরহাটের কচুয়ার প্রোগ্রাম অফিসার বিপ্লব সরকার বলেন, আমরা কচুয়া উপজেলার ৫টি ইউনিয়নে দরিদ্র শিশুদের সুরক্ষার কাজ করছি। এই এলাকায় সুপেয় পানির সংকটের কারণে এবার পাইলট প্রোগ্রামের আওতায় বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামে ১৫টি পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়েছে। বৃষ্টির পানি সংগ্রহ করে একটি ট্যাঙ্কি থেকে কয়েকটি পরিবার খাবার পানি হিসাবে ব্যবহার করবে। পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে বলে তিনি জানান।

(একে/এএস/জুন ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test