E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক ঈশ্বরদীর বাঘইল মল্লিকপাড়া ক্লিনিক

২০১৫ জুন ১৭ ১৬:৩৩:১২
দেশের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক ঈশ্বরদীর বাঘইল মল্লিকপাড়া ক্লিনিক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : একাগ্রতা ও নিষ্ঠার সাথে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের ‘বাঘইল মল্লিকপাড়া কমিউনিটি ক্লিনিক’ দেশের শ্রেষ্ট কমিউনিটি ক্লিনিক নির্বাচিত হয়েছে। ২০১৪ সালে এই ক্লিনিক সেকশন ‘এ’ এবং সেকশন ‘বি’ এর মোট ৩৮টি ক্রাইটেরিয়ায় ১৯০ নম্বরের মধ্যে ১৮৩ নম্বর এবং অসাধারণ  কার্যক্রমের জন্য আরও অতিরিক্ত ১০ নম্বরসহ মোট ১৯৩ পাওয়ায় এই যোগ্যতা অর্জন করা সম্ভব হয় বলে জানা গেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নাজনীন আফরোজ জানান, ২০১৪ সালের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক নির্বাচনের জন্য প্রকল্পের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঈশ্বরদীর ২৭ কমিউনিটি ক্লিনিকের চেকলিষ্ট এ সেকশনে ২৬টি এবং বি সেকশনে ১২টি বিষয়ের মান বিশ্লেষণ ও যাচাই বাছাই পূর্বক মল্লিকপাড়া কমিউনিটি ক্লিনিককে শ্রেষ্ট কমিউনিটি ক্লিনিক নির্বাচিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জমা দেন। এরপর জেলা পর্যায়ের সিভিল সার্জন চেকলিষ্ট-২ অনুযায়ী সরেজমিনে যাচাই বাছাই করে জেলার ২৪১টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে এই ক্লিনিককে জেলার শ্রেষ্ঠ নির্বাচন করে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করেন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য ও প্রকল্প পরিচালক চেকলিষ্ট-৩ এর সাহায্যে বিভাগের মধ্যে ঈশ্বরদীর এই ক্লিনিককে শ্রেষ্ঠ নির্বাচন করে জাতীয় পর্যায়ে প্রেরণ করেন। জাতীয় পর্যায়ে এই প্রকল্পের পরিচালকের কর্যালয় দেশের ১৩ হাজার কমিউিনিটি ক্লিনিকের মধ্যে মল্লিকপাড়া কমিউনিটি ক্লিনিককে শ্রেষ্ট কমিউনিটি ক্লিনিক নির্বাচন করেছে। শ্রেষ্ঠত্ব নির্বাচনে দফায় দফায় উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এই ক্লিনিক পরিদর্শন করেন। সংশ্লিষ্ঠ সূত্র জানায়, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে ‘বাঘইল মল্লিকপাড়া কমিউনিটি ক্লিনিক-কে পুরুস্কার প্রদান করা হবে।
জানা যায়, শ্রেষ্ঠ কমিউিনিটি ক্লিনিক নির্বাচনের জন্য যে ৩৮টি বিষয় রয়েছে তার মধ্যে ‘এ’ সেকশনে ২৬টির মধ্যে ২৪টি এবং বি সেকশনে ১২টিা মধ্যে ১১টিতে এই ক্লিনিক পূর্ণ নম্বর পেয়েছে। এই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সোনিয়া সুলতানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রকল্প আজ দেশের গ্রামগঞ্জে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। স্বাস্থ্য সেবার কাজ তাকে অত্যন্ত আন্তরিকভাবে শিখিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আমিন আহমেদ খান, পরিবার পরিকল্পনার চিকিৎসক ডা: আব্দুল বাতেন এবং মেডিক্যাল অফিসার শাহনাজ সুলতানা। অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে সোনিয়া ১৭ সদস্য বিশিষ্ঠ কমিউনিটি গ্রুপের সহ-সভাপতি ও জমিদাতা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের সার্বিক সহযোগিতার বিষয় বিশেষভাবে উল্লেখ করে বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানের আন্তরিকতার কারণেই সকল নিয়ম কানুন মেনে এই ক্লিনিক পরিচালনা করা সম্ভব হচ্ছে। তিনি আরো জানান, এছাড়া পাকশী ইউপির নারী সদস্য ও গ্রুপের আরেক সহ-সভাপতি মোসলেমা রহমান মল্লিক সহ কমিটির সকল সদস্য, এলাকার মানুষের সহযোগীতা এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপের নিয়মিত কার্যক্রমের জন্য এই ক্লিনিক সাফল্য অর্জনে সক্ষম হয়েছে ।
সোনিয়া সুলতানা এই ক্লিনিকের সেবার মান বৃদ্ধির জন্য আরও একটি কক্ষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, বাউন্ডারী না থাকায় কাজে অনেক সময় অসুবিধা হয়। ওষুধের কোন সংকট না থাকলেও ডেলিভারী বাড়ানোর জন্য ট্রেনিং এবং এই সংশ্ষিঠ যন্ত্রপাতির প্রযোজন রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য তিনি এই প্রকল্পের উদ্ধতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেন।
(এসকে/পিবি/জুন ১৭,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test