E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল

২০১৫ জুন ১৭ ১৭:৫৪:২৮
গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল

গাইবান্ধা প্রতিনিধি : শিক্ষার মান বৃদ্ধি, ঝরে পড়া রোধ, উন্নয়নমূলক কর্মকান্ডে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করা, বিদ্যালয়ের পরিবেশ ও স্বাস্থ্য উন্নয়ন , বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং সাংস্কৃতিমূলক কর্মকান্ডে স্টুডেন্ট কাউন্সিল বিশেষ ভূমিকা পালন করে।

শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যোবোধের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন এবং বিদ্যালয়ের উন্নয়নের লক্ষে নেটস্ বাংলাদেশ এর সহায়তায় ও গণ উন্নয়ন কেন্দ্র পরিচালনায় ১০টি আনন্দলোক বিদ্যালয়ের স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়। সংস্থার পরিচালক আঞ্জুম নাহীদ চৌধুরী কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয়ে নির্বাচনের উদ্বোধন করেন।

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। ১০৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন এবং ৭০জন প্রার্থী ভোটে নির্বাচিত হন। নির্বাচনী কেন্দ্রে সাংবাদিক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, এসএমসি সদস্য, অভিভাবক,শিক্ষা অফিসের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

(আরআই/এএস/জুন ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test