E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে জেলা পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান

২০১৫ জুন ১৭ ১৮:০৪:৫২
দুর্গাপুরে জেলা পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর হলরুমে জেলা পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বন্ধন অনুষ্ঠিত হয় ।

সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বন্ধন অনুষ্ঠানের শুরুতেই বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড.তরুণ কান্তি শিকদার খুলনা থেকে আগত রুপান্তর শিল্পীগোষ্ঠীর পরিচালক স্বপন কুমার গুহ সহ সকল শিল্পীদের আমন্ত্রিত অথিতিদের পরিচয় করিয়ে দেন।

বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর শিল্পীবৃন্দ ও খুলনা রুপান্তর শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ স্ব স্ব সংস্কৃতি নিয়ে পরিবেশনা করেন। খুলনা থেকে আগত শিল্পীবৃন্দ বাঙ্গালীর ঐতিহ্য কৃষ্টি নিয়ে পট গান, রজকিনী চন্ডীদাসসহ আরোও দেশীয় যন্ত্র দিয়ে সংঙ্গীত পরিবেশন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.তরুন কান্তি শিকদার, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হারুন উর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইউসুফ আলী, ইউএনও দুর্গাপুর মোহাম্মদ কামাল হোসেন, ইউএনও কলমাকান্দা মোঃ এনামুল আহসান, ওসি মোঃ রেজাউল ইসলাম খান, পরিচালক (ভারপ্রাপ্ত) উত্তম রিছিল প্রমুখ।

(এনএস/পিবিএল/এএস/জুন ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test