E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে নদীভাঙনের শিকার জনগণের দুর্ভোগ চরমে

২০১৫ জুন ১৮ ১০:০৩:২১
সিরাজগঞ্জে নদীভাঙনের শিকার জনগণের দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সদর উপজেলার শিমলা ২ নং স্পারের উত্তরে স্থায়ী তীরসংরক্ষণ বাঁধের মুখে নতুন করে ভাঙন শুরু হয়েছে। বাঁধের নীচের অংশের বিভিন্ন স্থানে সিসি ব্লক ধসে গেছে। সদর ও চৌহালী এ দুটি এলাকার নদী ভাঙনের শিকারর হওয়া পরিবারগুলো (পুরাতন বন্যানিয়ন্ত্রন বাঁধে) আশ্রয় নিয়েছে। আশ্রিতদের বিশুদ্ধ খাবার পানি ও পয়নিষ্কাশনের সমস্যা দেখা দিয়েছে।

পানি উন্নয়নবোর্ড ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীতে একফুট পরিমান পানি কমেছে। যে কারনে তীব্র ¯্রােতের সৃষ্টি হওয়ায় শিমলা এলাকার দুই নম্বর স্পারের উত্তরে স্থায়ী তীর সংরক্ষন বাঁধের অংশ থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে। বাধের নিচের সিসিব্লক সরে যাচ্ছে। নদী এখন বাঁেধর পিছনের দিকে পার ভেঙে ভেঙে ঢুকে পড়ছে। যে কারনে জনমনে নতুন করে আতংক ছড়িয়ে পড়ছে।

এদিকে নদীভাঙনের স্বীকার হওয়া জনগন সদরের শিমলা স্পার সংলগ্ন পুরাতন বন্যানিয়ন্ত্রন বাধে এবং চৌহালী উপজেলার নতুন নতুন খোলা স্থানে আশ্রয় নিলেও এসকল পরিবার বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশনে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। শিমলা স্পার সংলগ্ন পুরাতন বন্যানিয়ন্ত্রন বাধে আশ্রয় নেয়া পরিবারদের মধ্যে ইয়াকুব আলী জানান, এই এলাকাসহ বাধের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রায় তিনশত পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয় গ্রহন করেছে। এখন পর্যন্ত এসকল পরবারের জন্য নলকূপ ও পায়খানা সরকারী ভাবে ব্যবস্থা দেয়া হয়নি। যে কারনে আমরা চরম কষ্টের মধ্যে দিনযাপন করতে হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শরিফ আহমেদ বলেন, নদীতে পানি কিছুটা কমলেও ভাঙন অব্যহত থাকায় স্পারের উত্তরে ১৭ নম্বর প্যাকেজের স্থানের মাটি ধস এবং ১৮ নং প্যাকেজের স্থানের ব্লক সরে যাওয়ায় নতুন করে ভাঙন ও ধস দেখা দিয়েছে। এই স্থানে বালুর বস্তা নিক্ষেপ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, পানি কমলেও ভাঙন চলমান রয়েছে। তবে বন্যাশ্রিতদের বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশনের সমস্যা হচ্ছে বিষয়টি জানার পর ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকে বলা হয়েছে। এ ছাড়াও বন্যার্তদের মাঝে ১ মেট্রিকটন চাল ও নগদ ৪০ হাজার টাকা বিতরণ করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদেরকে বন্টন করে দেয়া হয়েছে।


(এসএস/এসসি/জুন১৮,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test