E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

২০১৫ জুন ১৮ ১৭:৪৮:২৪
আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় অস্ত্র মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছাত্রলীগ নামধারী ক্যাডার আরিফ তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ২০১১ সালের শেষের দিকে পূর্ব সুজনকাঠী গ্রামের ইতালী প্রবাসী দুলাল সরদারের বাড়ি গিয়ে চাঁদা দাবি করে আরিফ।

এসময় স্থানীয়দের তোপের মুখে নিজের ব্যবহৃত মটরসাইকেল ফেলে আরিফ পালিয়ে যায়। তার বিরুদ্ধে ২০০১ সালে অস্ত্র আইনে মামলা হলে ওই ২০০২ সালে তার ১৪ বছরের সাজা হয়। তার পর থেকে সে পলাতক ছিল। বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরিফ তালুকদারকে উপজেলা সদরের বাইপাস মোড় থেকে এএসআই মিজান গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার সুজনকাঠি গ্রামে। তার পিতার নাম ওয়াজেদ তালুকদার।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ২০১২ সালে আরিফ আরো বেপরোয়া হয়ে ওঠে। আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত করেছিল।

একাধিক নেতা জানান, একই বছর অনেক ব্যবসায়ী, ঠিকাদার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অফিস পাড়ার লোকজনও তার হাত থেকে রক্ষা পায়নি। বাগধা ইউনিয়নের খোকন শীলের দলিলপত্র ও টাকা ছিনিয়ে নেবার অভিযোগে খোকন শীল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে, যার নং-৯(২১-৫-২০১২)।

এছাড়াও কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট এলাকার ছেলে মেয়েকে আটকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এই আরিফ তালুকদার। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় পুলিশের সোর্স সামে অসংখ্য অভিযোগ রয়েছে। তার ভয়ে অনেকে অভিযোগ করতে সাহস পায়নি। এলাকায় আরিফ ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত।

এব্যাপারে আগৈলঝাড়া থানা ওসি মো.মনিরুল ইসলাম জানায়, ২০০১ সালের একটি অস্ত্র মামলায় আরিফের ১৪ বছরের সাজা হয়। রায় ঘোষনার আগে থেকেই আরিফ পলাতক ছিল। তাই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। গোপনে তার আস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

(টিবি/এএস/জুন ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test