E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুবককে আটক করে চাঁদা দাবি

২০১৫ জুন ১৮ ২০:৪৪:৩২
যুবককে আটক করে চাঁদা দাবি

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):অভিনব কায়দায় রিকসা থেকে ধরে নিয়ে আটক করে মারধর, অতঃপর ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে একটি সাদা ষ্টাম্পে স্বাক্ষর আদায় করে ছেড়ে দেয়া হয়। এখন প্রতিনিয়ত দাবিকৃত চাঁদার টাকার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে চিহ্নিত চাঁদাবাজরা।

সূত্রমতে, চাঁদাবাজদের অব্যাহত হুমকির মুখে মামলা দায়ের করতে সাহস পাচ্ছেননা ঢাকার তালতলা (কাফরুল) এলাকায় বসবাসরত বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের যুবক তিমির চক্রবর্তী ও তার পরিবারের সদস্যরা।

চাঁদাবাজদের কাছে অসহায় তিমির চক্রবর্তী জানান, দীর্ঘদিন থেকে তিনি ঢাকার একটি অনলাইন দৈনিকে সাব এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। গত ১৯ এপ্রিল সকালে বাসা থেকে বের হয়ে রিকসাযোগে তিনি অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তালতলা নামক এলাকায় পৌঁছলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ভরত চন্দ্র সিংহ ওরফে শান্তর নেতৃত্বে তার ৪/৫ জন সহযোগীরা রিকসার গতিরোধ করে। এসময় কৌশলে তাকে রিকসা থেকে নিয়ে একটি ঘরে আটক করে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। তিনি (তিমির) টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি সাদাষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে ছেড়ে দেয়া হয়।

তিমির চক্রবর্তীর অভিযোগে আরও জানা গেছে, বর্তমানে সন্ত্রাসী ভরত চন্দ্র সিংহ ওরফে শান্ত ও তার সহযোগীরা দাবিকৃত চাঁদার টাকার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকির মুখে তিনি (তিমির) থানায় মামলা দায়ের করতে সাহস পাচ্ছেন না।

(টিবি/এসসি/জুন১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test