E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

২০১৫ জুন ১৮ ২১:২৩:০১
সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এর সাথে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠি হয়। এসময় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউল আহসান তালুকদার,মোঃ আবু ইউসুফ,আব্দুস সামাদ সাইম,সার্কেল এসপি মোতাহার, ফারুক,সদর ওসি হাবিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন,সাধারন সম্পাদক ফজল এ খোদা লিটন,সিনিয়র সাংবাদিক রফিকুল আলম খান,বাবু ইসলাম,জাকিরুল ইসলাম,এসএম তফিজ উদ্দিন মোস্তফা কামাল,ফেরদৌস হাসান,ইসরাইল হোসেন বাবু, প্রমুখ।

বক্তাগণ এসময় নবাগত পুলিস সুপারকে স্বাগত জানান এবং বর্তমান জেলার সার্বিক পরিস্থিতি অবগত করেন। একই সাথে জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ এবং সাংবাদিক সাধারন মানুষকে সাথে নিয়ে কাজ করার জন্য ঐক্যমতে পৌছান। একই সাথে পুলিশ যেন সাধারন মানুসকে সেবা দিতে না পারলেও বিনা কারনে হয়রানী এবং সাংবাদিকদের তথ্য প্রদানের জন্য অবাধ প্রবাহ সৃষ্টির জন্য আহবান জানান।সেই সাথে মহা সড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে পুরিশের প্রতি অনুরোধ জানান।

পরে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ উপস্থিত সাংবাদিকদের সাথে একাত্বতা প্রকাশ করে জিরো ট্রলারেন্স নিয়ে পুর্ণ উদ্যোমে কাজ করতে চান বলে জানান। তিনি আরো জানান ইতোমধ্যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এমন নির্দেশনাই দেয়া হয়েছে।

(এসএস/এসসি/জুন১৮,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test