E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চার কলেজকে বরিশাল শিক্ষা বোর্ডের শোকজ

২০১৫ জুন ১৯ ১৬:৫৬:২৬
চার কলেজকে বরিশাল শিক্ষা বোর্ডের শোকজ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালে উচ্চ মাধ্যমিকে (২০১৫-২০১৬) ভর্তির আবেদনে অবৈধ পন্থা অবলম্বনের দায়ে চার কলেজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল।

১৭ জুন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেনের স্বাক্ষরিত নোটিশে মনস্বীতা মহিলা কলেজ, আহমদপুর স্কুল অ্যান্ড কলেজ, চিকনীকান্দি কলেজ ও তালতলী স্কুল অ্যান্ড কলেজে পাঠানো প্রেরণ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ওই চারটি কলেজের অধ্যক্ষরা অনেক শিক্ষার্থীদের না জানিয়েই নিজ নিজ কলেজের পক্ষে ভর্তির আবেদনের বার্তা পাঠিয়েছেন শিক্ষা বোর্ডে। যা এক ধরনের প্রতারণা। আর এ কারণে এসব শিক্ষার্থী এখন তাদের পছন্দমতো কলেজে আবেদন করতে পারছেন না।

নোটিশে মনস্বীতা মহিলা কলেজ, আহমদপুর স্কুল অ্যান্ড কলেজ, চিকনীকান্দি কলেজ ও তালতলী স্কুল অ্যান্ড কলেজের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই নোটিশ ইস্যুর তিন কর্মদিবসের মধ্যে এসব কলেজের অধ্যক্ষদের হাজির হয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


(টিবি/এসসি/জুন১৯,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test