E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষার্থী অপহরণ, মুক্তিপণ দাবী

২০১৫ জুন ১৯ ২১:৪১:৪৭
ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষার্থী অপহরণ, মুক্তিপণ দাবী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী সরকারি কলেজ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী মহিলা কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস লিমা ও তার বান্ধবী রাত্রি দাসসহ আরো কয়েকজন ছাত্রী জীববিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। সরকারি কলেজের মসজিদের সামনের রাস্তায় তারা গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি খালি সিএনজি তার সামনে এসে থামে। লিমা প্রথমে সিএনজিতে উঠার সাথে সাথে দ্রুত গতিতে সিএনজি তাকে নিয়ে সটকে পড়ে।

লিমার সঙ্গী ও সহপাঠী রাত্রী দাস জানায়, এ ঘটনায় সে হতভম্ব হয়ে পড়ে এবং লিমার বাড়িতে খবর দেয়।

লিমার বাবা পাবনা সুগার মিলের কর্মচারী আদম বিশ্বাস ও মা জানান, ঘটনা জানার পর লিমার মোবাইলে ফোন দিলে অপরিচিত এক পুরুষ কন্ঠ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে ওই মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া গেছে বলে লিমার বাবা জানিয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এসকেকে/পিএস/জুন ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test