E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে ছেলের বিরুদ্ধে মায়ের চাঁদাবাজি মামলা

২০১৫ জুন ২০ ১১:১৪:৩৮
লক্ষ্মীপুরে ছেলের বিরুদ্ধে মায়ের চাঁদাবাজি মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভাইয়ে ভাইয়ে সম্পত্তি বিরোধের জের ধরে ছেলের বিরুদ্ধে মায়ের হয়রানীমূলক চাঁদাবাজি মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার লক্ষীপুর পৌর সভার বাঞ্চানগর সকিনের কুরী বাড়ীতে সংঘটিত এ ঘটনার ২ দিন পর আদালতের নির্দেশ উপেক্ষা করে ইট বালু এনে বিরোধীয় ওই সম্পত্তি জবর দখলের চেষ্টা করেছে  সহোদররা। এঘটনায় গ্রেফতার আতংকে স্ত্রী-পুত্র নিয়ে পালিয়ে বেড়াচ্ছে মিন্টু কুরী নামের ভুক্তভোগী।

মামলার এজাহার ও এলাকাবাসী জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আশুতোষ কুরীর ছেলে মিন্টু কুরীর সাথে আপন সহোদরদের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মিন্টু কুরীকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে নানা অপকৌশলের আশ্রয় নেয় সহোদররা। এক পর্যায়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় মিথ্যা অভিযোগে থানা হাজতে আটক রেখে ভিটে মাটি থেকে উচ্ছদ করে দেয়। মিন্টু কুরী আদালতের আশ্রয় নিলে যুগ্ম জেলা জজ আদালত ও হাইকোর্ট তার পক্ষে রায় দেন। এর পর চলে নানাভাবে হয়রানী। গত ১০জুন মা পারুলবালা কুরী বাদী হয়ে সদর থানায় দুইলক্ষ টাকা চাদাদাবি, অপহরণ, খুনের হুমকী অভিযোগ এনে মামলা ঠুকে দেন। এঘটনার দু’দিন পর শনিবার সকালে ইট-বালু এনে বিরোধীয় ওই জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করে প্রতিপক্ষরা। খবর পেয়ে দৈনিক যায়যায় দিন প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ও সমকাল প্রতিনিধি আতোয়ার রহমান মনির ঘটনা স্থলে পৌছে ছবি তুলে আনেন। তারা প্রতিপক্ষদের আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি বোঝালে জবর দখল থেকে দূরে সরে আসেন। জবর দখলে ব্যার্থ হয়ে হুমকী ধমকী অব্যাহত রেখেছেন। বর্তমানে মিন্টু কুরী স্ত্রী- সন্তানদের নিয়ে নিয়ে ভিটে-মাটি ছেড়ে পালিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ব্যপারে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

(পিকেআর/পিবি/জুন ২০,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test