E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লামায় গাজী রাবার প্ল্যান্টেশনে আবারো সন্ত্রাসী হামলা

২০১৫ জুন ২০ ১২:৫৯:৫১
লামায় গাজী রাবার প্ল্যান্টেশনে আবারো সন্ত্রাসী হামলা

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় গাজী রাবার প্ল্যান্টেশনে হামলার প্রধান আসামী খইহ্লাচিং মার্মা জামিনে জেল হাজত থেকে বেরিয়ে এসে পূনরায় হামলা চালিয়েছে বাগানে। সে বাগানে হামলা চালিয়ে বাড়ীঘর ভেঙ্গে দেয় এবং কেয়ারটেকারদের মারধর করে পালিয়ে যায়। ইতিপূর্বে গত ২৯ মে খইহ্লাচিং মার্মা ১০/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে গাজী রাবার প্ল্যান্টেশনে হামলা চালিয়ে ৪ জনকে মারধর করে নগদ ১ লক্ষ টাকাসহ আরও ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

ওই ঘটনায় গাজী রাবার প্ল্যান্টেশনের এ্যাডভাইজার অসীম চন্দ বাদী হয়ে খইলাচিং মার্মা (৪৫) কে প্রধান আসামী করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করলে, পুলিশ ৩০ মে খইহ্লাচিং মার্মাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। সন্ত্রাসী খইহ্লাচিং মার্মা জামিনে ছাড়া পেয়ে ১৪ জুন গাজী রাবার প্ল্যান্টেশনে আবারো হামলা চালিয়েছে বলে লামা থানায় আরেকটি অভিযোগ দায়ের হয়েছে গাজী রাবার প্ল্যান্টেশনের পক্ষে। প্ল্যান্টেশনের এডভাইজার অসীম চন্দ জানান, খইহ্লাচিং মার্মা বেশ কিছুদিন গাজী রাবার প্ল্যান্টেশনে চাকুরি করে নানা ধরণের সুযোগ সুবিধা আদায় করেন। লোভের বশবর্তী হয়ে সে রহস্যজনক ভাবে গা ঢাকা দিয়ে পাহাড়ী কিছু সন্ত্রাসীদের সাথে সখ্যতা গড়ে তোলে। সন্ত্রাসীদের মদদ পেয়ে লোকালয়ে ফিরে এসে গাজী গ্রুপের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সে একের পর মনগড়া অভিযোগসহ রাবার প্ল্যান্টেশনে হামলা চালাচ্ছে। অসীম চন্দ আরো জানান, পার্বত্য চট্টগ্রামে নিয়ম রক্ষা করে কোম্পানী এলাকার উপজাতিদের থেকে ১২৫ এর ভূমি ক্রয় করে রাবার প্ল্যান্টেশনসহ বিভিন্ন প্রজাতির বাগান সৃজন করে চলছে। এসব ভূমি ক্রয় ও হস্তান্তরকালে খইহ্লাচিং নিজেই মধ্যস্থতা করেছিলেন, বর্তমানে কোম্পানীর বিরোধীতা কেন করছে তা বোধগম্য নয়।
অপর দিকে খইহ্লাচিং মার্মার সাথে তার মোবাইল ফোন ০১৫৫৯২২১৭০৫-এ যোগাযোগ করলে তাকে পাওয়া যাযনি । এসব উপজাতিরা জুমচাষ নির্ভর, জুম চাষীদের উক্ত পাহাড়ী ভূমির অনকুলে কোন বন্দোবস্তি নেই। এদিকে স্থানীয় অপর এক উপজাতি জানান, খইহ্লাচিং মার্মা নিজেই কোম্পানীর অনুকুলে এসব ভূমি হস্তান্তরকালে স্বাক্ষী ছিলেন। বর্তমানে তার অনৈতিক সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে মনগড়া প্রতিবাদের নামে হামলা করে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাজী রাবার প্ল্যান্টেশনে নিয়োজিত জনবল ও সম্পদের নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা জানান, এভাবে চলতে থাকলে উদ্যাক্তরা আগ্রহ হারিয়ে, পার্বত্যাঞ্চলে বে-সরকারি উন্নয়ন কাজ বন্ধ করে দিতে পারেন। অপরদিকে খইহ্লাচিং মার্মার অভিযোগের বিষয়ে বিভিন্ন ভাবে তদন্ত করে কোন ধরনের বাস্তবতা পাওয়া যায়নি। সম্প্রতি বান্দরবান থেকে বেশ কিছু সাংবাদিক গাজী রাবার প্লেন্টেশন এরিয়া ঘুরে দেখেছেন। সেখানে পাহাড়ীদের জমি জবর দখলের বিষয়ে কারো কাছ থেকে কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। যারা হেডম্যান রির্পোট নিয়ে জমির দখলস্বত্ত বিক্রি করেছেন তাদেরও কোন অভিযোগ নাই। ফলে অহেতুক ঝামেলা পাকানোর জন্য ও জনগণকে বিভ্রান্তি করার হীনস্বার্থে খইহ্লাচিং মার্মা মনগড়া অভিযোগ করে যাচ্ছেন বলে প্রতিয়মান হয়।

(এফবি/পিবি/জুন ২০,২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test