E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

২০১৫ জুন ২০ ১৫:৫৩:২৮
আগৈলঝাড়ায় বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়, অব্যাহত লোডশেডিং আর পবিত্র  রমজানের শুরু থেকে ইফতার, সেহরী, তারাবী এমনকি দিনে রাতে বিদ্যুতের ‘মিসকল’দেয়ার প্রতিবাদ জানিয়ে অব্যাহত বিদ্যুৎ সরবরাহর দাবিতে বিক্ষুদ্ধ গ্রাহকরা শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপি পল্লী বিদ্যুৎ আগৈলঝাড়া জোনাল অফিস ঘেরাও করে রাখে। বিক্ষুব্ধ গ্রাহকদের সংঘবদ্ধ হতে দেখে তোপের মুখে পালিয়ে গেছেন ডিজিএম মোবাশ্বর আলী। জিএম’র আশ্বাসে অবরুদ্ধতা প্রত্যাহার।

ভুক্তভোগি বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, গত এক সপ্তাহ যাবত বিদ্যুৎতের যাওয়া আসা আর অব্যাহত লোডশেডিং এর কারণে আগৈলঝাড়া জোনাল অফিসের আওতায় ৩০ হাজার গ্রাহক চরম বিড়ম্বনায় পড়ে। এদিকে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এলাকার বিদ্যুৎ সমাধানের জন্য মাদারীপুর গ্রীড থেকে ১০ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ বরাদ্দ করেছেন। তার পরেও প্রথম রমজান শুক্রবারে অন্তত ৫০ বার বিদ্যুৎ যাওয়া আসা করেছে। এর সাথে লোড শেডিং চলেছে পাল্লা দিয়ে। এর সাথে একটু বাতাস হলে তো কথাই নেই। ওই অজুহাতে বন্ধ থাকে ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন।

রমজানের শুরুতে ইফতার, সেহরী ও তারাবীর নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ না করায় ধর্মপ্রান মুসল্লীসহ সকল গ্রাহকরা ক্ষোভে ফুসে উঠেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার আগৈলঝাড়ার পল্লী বিদ্যুৎ জোনাল অফিস দুই ঘন্টা ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ গ্রাহকরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, যতীন্দ্র নাথ মিস্ত্রী, আ.ছত্তার মোল্লা, গোলাম মোস্তফা সরদার, শহিদ পাইক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন সরদার, শ্রমিক লীগ সভাপতি লিটন তালুকদার, ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন, অনিমেষ মন্ডল, বরুন বাড়ৈসহ বিক্ষুব্ধ গ্রাহকেরা

এক পর্যায়ে জিএম হেম চন্দ্র বৈদ্য আগৈলঝাড়া জোনাল অফিসের এজিএম (লাইন) আনসার উদ্দিনের মাধ্যমে বিক্ষুব্ধ গ্রাহকদের অব্যাহন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা জোনাল অফিস ত্যাগ করেন।
নাম না প্রকাশের শর্তে সংশ্লিষ্ঠ সূত্র জানায়, গৌরনদী- আগৈলঝাড়া-উজিরপুর উপজেলার জন্য পিক আওয়ারে ২৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ দেয়া হয় ১২ থেকে ১৪ মেগাওয়াট। বরাদ্দকৃত বিদ্যুৎ গৌরনদী থেকে সঞ্চালনের মাধ্যমে অন্যান্য এলাকায় বিতরণ করা হয়। তাই গৌরনদীর চাহিদা পুরণ করে অন্যান্য এলাকায় সামান্য বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বরিশাল পল্লী বিদ্যুতের জিনারেল ম্যানেজার (জিএম) হেম চন্দ্র বৈদ্য বলেন, হঠাৎ করে গৌরনদীতে একটি ট্রান্সমিটার নষ্ট হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। ওই ট্রান্সমিটার মেরামত করা হয়েছে। এমপি সাহেবের ১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের ব্যাপারে তিনি বলেন, পিডিবিতে বরাদ্দ করা হলেও তা আগে কার্যকর করা হয়নি। পিডিবির সাথে শনিবার এবিষয়ে কথা হয়েছে। শনিবার থেকে তারা বাড়তি ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। ওই বিদ্যুৎ পেলে গ্রাহক আর ভোগান্তিতে পড়বেনা। ডিজিএম পলায়নের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, হয়ত লাইনের কোন কাজে গিয়েছিল। গ্রাহকদের ফোন না ধরার ব্যাপারে তাকে সতর্ক করে দেবেন বলেও তিনি জানান।
(টিবি/পিবি/জুন ২০,২০১৫)










্র



পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test