E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে দুর্বৃত্তদের মারপিটে পল্লীবিদ্যুতের অফিস সহকারী হাসপাতালে

২০১৫ জুন ২১ ২১:৫৬:৫১
তাড়াশে দুর্বৃত্তদের মারপিটে পল্লীবিদ্যুতের অফিস সহকারী হাসপাতালে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশে পল্লীবিদ্যুতের অফিস সহকারী ফারুকের কক্ষে প্রবেশ করে দুর্বৃত্তরা এলোপাথারীভাবে তাকে পিটিয়ে নাক মুখ ফাটিয়ে তার শ্বাসনালী মারাত্মক জখম করে দিয়েছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লীবিদ্যুৎ তাড়াশ সাব জোনাল অফিসের অফিস সহকারী ফারুক দুপুুরে অফিস থেকে গোসল করার জন্য তার আলম মেসে আসে। এ সময় তাড়াশ সদর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে আরিফ (২২) ও কনক চন্দ্র সরকারে ছেলে গোপাল চন্দ্র সরকার (২৪) মিলে ওই মেসে আসে।

ফারুক জানায়, ২ জন ছেলে আমার মেসে এসে আমাকে আমার রুমে নিয়ে কোন কথা জিজ্ঞাসা না করেই দরজা আটকিয়ে দিয়ে এলোপাথারীভাবে আমাকে পেটাতে শুরু করে। আমার চিৎকারে আশেপাশের রুম থেকে এগিয়ে এসেও কেউ দরজা খুলতে পারেনি। পরে মেসের মালিক আলম দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমাকে উদ্ধার করে। দুর্বৃত্তরা মারপিট করে নির্বিঘ্নে রুম থেকে চলে যায়। পরে অন্যান্য রুমের লোকজন তাড়াশ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

তাড়াশ হাসপাতালের আরএমও ডাক্তার মাসুদ রানা বাদল জানান, তার নাকের ভিতরের হাড় ভেঙ্গে গেছে, চোখে আঘাত এবং শ্বাসনালীতে মারাত্মক জখম হয়েছে। এখানে নাক, কান, চোখ ও গলা বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও গোপাল নামে ২ জনকেই আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।

(এমএমএইচ/পিএস/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test