E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে আ’লীগের আইন বিষয়ক সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্মেলন

২০১৫ জুন ২৩ ১৩:৪৬:৩৬
শাহজাদপুরে আ’লীগের আইন বিষয়ক সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্মেলন

সিরাজগঞ্জ (শাহজাদপুর ) প্রতিনিধি : মিল্কভিটার পরিচালক ও নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের স্পেশাল পিপি ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আব্দুল হামিদ লাভলু এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার বিকালে শাহজাদপুর উপজেলা কোর্ট চত্বরে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এ সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।

এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু তার লিখিত বক্তব্যে বলেন, মিল্কভিটা দুগ্ধ কারখানার পরিচালক হওয়ার পর থেকেই একটি স্বার্থন্বেষি চক্র তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত ১৩ জুন শনিবার মিল্কভিটার বাঘাবাড়ি দুগ্ধ কারখানা চত্বরে সমবায়ীদের নিয়ে এক মতবিনিময় সভার শুরুতেই কতিপয় সন্ত্রাসী তার উপর হামলার পর মতবিনিময় সভা পন্ড করোর চেষ্টা চালানো হয়। তিনি আরো জানান, একটি চক্র যখন লুটপাট করে মিল্কভিটাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই এডহক কমিটি করে মিল্কভিটা পরিচালনা করার জন্য তাদের উপর দায়িত্ব দেওয়া হয়। তিনি আরো জানান, মাত্র তিন মাসেই মিল্কভিটাকে লোকসানের হাত থেকে বাঁচিয়ে প্রায় আড়াই কোটি টাকা মুনাফা করায় ওই চক্রটির গাত্রদাহ হয়ে পড়ে। ওই চক্রটি পুনরায় মিল্কভিটায় পরিচালনায় আসার জন্য এখনও মিল্কভিটায় বিশৃংখল অবস্থার সৃষ্টি করছে। তিনি পুলিশের প্রতি অভিযোগ এনে বলেন থানায় মামলা করার পরও আসামীদের গ্রেপ্তার করা হচ্ছেনা। এমনকি ওই দিনের ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীরা বাঘাবাড়ি মিল্কভিটা দুগ্ধ কারখানার মধ্য হতে ১০টি মোটর সাইকেল লুট করে নিয়ে যাওয়ার পর মোটর সাইকেলগুলো কোথায় আছে তা জানানোর পরেও পুলিশ তা উদ্ধার করছেনা। তিনি ক্ষোভের সাথে জানান, ওইদিন বাঘাবাড়ি মিল্কভিটা কারখানায় স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন উপস্থিত থাকলেও আমার উপর হামলার ঘটনা ঘটলেও তিনি নিরব ভুমিকা পালন করেন।
(এঅঅরপি/পিবি/জুন ২৩,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test